বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের বিরলে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছে ৪ জন।
জানা গেছে, রোববার দুপুর দেড়টার দিকে মাঠে কাজ করে বাড়ীতে ফেরার সময় হঠাৎ বজ্রপাতে উপজেলার ভান্ডারা ইউপি’র খোপড়া গ্রামের ঝড়– মোহাম্মদের পুত্র কৃষক নূরুল হক (৫০) এর মৃত্যু হয়। এসময় আহত হয় তার সাথে থাকা তোজাম্মেল হকের পুত্র জাহাঙ্গীর (২৬), টুনি মোহাম্মদের পুত্র উপজাল (২৮) ও আহজাদ হোসেনের পুত্র তরিকুল ইসলাম তরি (২৫)। আহতদের মধ্যে জাহাঙ্গীর কে দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত উপজালকে নাড়াবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎস্যা দেয়া হচ্ছে এবং তরিকুল ইসলাম তরিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এদিকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর নিয়ে জানাগেছে, একই সময় বিরল উপজেলার শহরগ্রাম ইউপি’র সংলগ্ন বোচাগঞ্জ উপজেলার রসুলপুর এলাকায় ফসলের মাঠে হ্যারোদ্ধারা (ট্রাক্টর) হালচাষ করার সময় বজ্রপাত ঘটলে ইয়াচিন আলীর পুত্র হ্যারো চালক জমিল উদ্দীন (৩৫) গুরত্বর আহত হয়। এসময় একটু দুরে থাকা জাহাঙ্গীর আলম নামে এক যুবক আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হ্যারো চালক জমিলকে মৃত ঘোষা করে এবং আহত যুবক জাহাঙ্গীর আলমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়। নূরুলের মৃত্যুর ঘটনায় তার ভাই মনছুর আলী বাদী হয়ে বিরল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।