Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে আরিফের প্রত্যাশিত বিজয়

স্থগিত ২টি কেন্দ্রের ফলাফলে ধান ২০৯৭, নৌকা ৫২৭

ফয়সাল আমীন, সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

আরিফ-ই সিলেট সিটি করপোরেশনের মেয়র। অবধারিত এই বিজয় গতকাল শনিবার নিয়মরক্ষার নির্বাচনের ফলাফলের মধ্যে ঘোষিত হলো। এর মধ্যে দিয়ে অন্যন উচ্চতায় পৌঁছে গেলেন আরিফ। এখন ২য় বারের মতো সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। নির্বাচনে ২০ দলীয় জোটের শরিক দল জামায়াতের স্বতন্ত্র ও সরকার দল আ্ওয়ামী লীগ সমর্থিত হেভিওয়েট প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে চ্যালেঞ্জ করে প্রত্যাশিত বিজয় ছিনিয়ে আনলেন তিনি। ভোটের শুরুতে বৃষ্টি থাকলেও পরবর্তীতে স্বাভাবিক হয়ে উঠে আবহ্ওায়া। এছাড়া কেন্দ্রেগুলোতে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
সিসিক নির্বাচনে মেয়র পদে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী বেসরকারিকভাবে বিজয়ী হয়েছেন। গতকাল শনিবার সিসিকের স্থগিতকৃত দুটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ শেষে গণনার পর আরিফের বিজয়ের বিষয়টি নিশ্চিত হয়। এ দুই কেন্দ্রের মোট ৪৭৮৭ ভোটের মধ্যে ১৬২ ভোট পেলেই আরিফের জয় নিশ্চিত হয়ে যেতো। তবে আরিফ দুই কেন্দ্র মিলিয়ে পেয়েছেন ২১০২ ভোট। সব কেন্দ্র মিলিয়ে প্রাপ্ত ফলাফলে নিকটতম প্রতিদ্বদ্বী থেকে ৬ হাজার ২০১ ভোট বেশি পেয়ে আরিফ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সকল কেন্দ্র (১৩৪) মিলিয়ে ধানের শীষ প্রতীকে আরিফ পেয়েছেন ৯২ হাজার ৫৯৮ ভোট। নৌকা প্রতীকে বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৬ হাজার ৩৯৭ ভোট।
এদিকে, পুনঃভোটে গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২২২১ জন। এর মধ্যে ভোট পড়েছে ১৩১২টি। তন্মধ্যে ধানের শীষে আরিফ পেয়েছেন ১০৪৪ ভোট, নৌকায় কামরান পেয়েছেন ১৭৩ ভোট।
হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষে আরিফ পেয়েছেন ১০৫৩ ভোট, নৌকায় কামরান পেয়েছেন ৩৫৪ ভোট। নির্বাচনের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বলেন, ‘পুনঃভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
ইসলামী ঐক্যজোটের অভিনন্দন
সর্বপ্রকার উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে সিলেট মহানগরের জনগণ তাদের মহামূল্যবান ভোট দিয়ে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করায় অভিনন্দন জানিয়েছেন ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল ইসলামী ঐক্যজোট স্থানীয় নেতৃবৃন্দসহ চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব। তারা নগরীবাসীকে অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে ধন্যবাদ জানান। বিবৃতি দাতারা হচ্ছেন, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট সিলেট জেলা শাখার সভাপতি শায়খুল হাদীস মুফতী আব্দুল কারীম হাক্কানী, সাধারণ সম্পাদক ইলিয়াস বিন রিয়াসত, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আনোয়ারুল হক, সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মসউদ আহমদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ