বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গতকাল শনিবার সকালে ওয়ারেন্টভুক্ত আসামী গোলাম রব্বানী (৪০)কে গ্রেফতার করার প্রতিবাদে এবং স্থানীয় এমপি নির্দেশ দেওয়ার পরও ছেড়ে না দেওয়ায় সখিপুর থানার ওসির বিরুদ্ধে বেলা ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৪ঘন্টা সখিপুর-ঢাকা-টাঙ্গাইল-সাগরদিঘী সড়ক অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ মোটর শ্রমিকরা। এসময় তারা ঐতিহ্যবাহী তালতলা চত্বরে টায়ার জ্বালিয়ে ও এলোপাথাড়ি গাড়ী রেখে সড়ক বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে। ফলে দূর্ভোগে পড়ে দূর-দূরান্তের হাজারো যাত্রী। তবে থানা পুলিশ এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহন করেনি।
জানা গেছে,কয়েক বছর পূর্বে সখিপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে জেলখানার জায়গা দখল করে গোলাম রব্বানী একটি ঘর নির্মান করায় মামলা হয়। সেই মামলায় ওয়ারেন্ট হওয়ায় সখিপুর থানা পুলিশ মাইক্রোবাস ড্রাইভার গোলাম রব্বানীকে গ্রেফতার করলে স্থানীয় এমপি ছেড়ে দিতে বলেন। কিন্তু এমপি’র কথা না শুনে সখিপুর থানা পুলিশ তাকে টাঙ্গাইল আদালতে প্রেরন করে। সখিপুর থানা ওসি এমপি’র কথা না শুনায় বিক্ষুদ্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক নেতা বলেন, এমপি বলার পরও ওসি গোলাম রব্বানীকে না ছেড়ে দিয়ে কোর্টে চালান করেছে,এজন্য আন্দোলন করছি। এ ব্যাপারে সখিপুর থানার ওসি এস এম তুহীন আলী বলেন, অবরোধের বিষয়ে আমি কিছু জানি না,এমপি স্যার বলতে পারবেন। স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয় বলেন, আমি বিষয়টি নিয়ে শ্রমিকসহ এসপি’র সাথে কথা বলতে চেয়েছি,আমার আশ্বাসে বিক্ষুদ্ধ শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।