Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে ব্যাবসায়ীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

ঝিনাইদহ কেন্দ্রীয় টার্মিনাল সংলগ্ন শিশু হাসপাতাল গেটে মিজানুর রহমান (৫০) নামে এক ব্যাবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার বাড়ি শৈলকুপা উপজেলার দিঘল গ্রামে। তার পিতার নাম মৃত মনোয়ার হোসেন মন্টু। শুক্রবার রাতের কোনো একসময় কুপিয়ে মিজানকে হত্যা করে লাশ আমিরুল নামে এক ব্যক্তির ফার্মেসি দোকানের মধ্যে রেখে বাইরে থেকে সার্টার দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ শুক্রবার মধ্য রাতে লাশ উদ্ধার করে। পরিবারের উদ্ধৃতি দিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, টাকা পয়সার লেনদেন নিয়ে পাশের দোকানদার ফিরোজা ক্লিনিকের মালিক ভুটিয়ারগাতি গ্রামের রশিদের ছেলে আমিরুলের সাথে বিরোধ ছিল। সেই এই খুনের সাথে জড়িত থাকতে পারে। কারণ নিহত মিজানুর আমিরুলের কাছে ট্রাক কেনার জন্য সাত লাখ টাকা দিয়েছিল। ঘটনার পর থেকেই আমিরুল পলাতক। নিহতর ভাগ্নে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পদক আব্দুল আওয়াল জানিয়েছেন, আমিরুলের সাথে তার ব্যবসা ছিল। ব্যবসার টাকা আত্মসাৎ করতেই তার মামাকে হত্যা করা হতে পারে। শনিবার দুপুরে লাশ ময়না তদন্ত শেষে পরিবারের হস্তান্তর করা হয়েছে। রাতেই ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার কনক কান্তিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা

৪ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ