Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিপীড়ন বিরোধী সমাবেশ ২২ শিক্ষার্থীকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৮, ১:০১ এএম

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় পুলিশের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগে দুটি মামলায় গ্রেফতার হওয়া ২২ শিক্ষার্থীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
গতকাল বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থী’ ব্যানারে আয়োজিত এক সমাবেশে এ হুশিয়ারি দেয়া হয়। স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী তৌফিক হাসানের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউল্যাব, ইউডা, স্টেট ও স্টামফোর্ড ইউনিভার্সিটিসহ বিভিন্ন সরকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, রাজধানীর বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। কিন্তু আন্দোলন নস্যাৎ করতে ছাত্রলীগের কর্মীরা হেলমেট পরে শিক্ষার্থীদের উপর হামলা চালায়।
এরপর পুলিশ ও ছাত্রলীগ মিলে জিগাতলা ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ বেশ কয়েক জায়গায় তান্ডব চালায়। পরবর্তীতে পুলিশ হেলমেট পড়িহিত ছাত্রলীগ ক্যাডারদের গ্রেফতার না করে বিভিন্ন মেস ও বাসায় বিশেষ অভিযান চালিয়ে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ জন সাধারণ শিক্ষার্থীকে গ্রেফতার করে রিমান্ডে নেয়। যা ন্যাক্কারজনক ঘটনা।
অবিলম্বে ২২ শিক্ষার্থীকে নিঃশর্ত মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা হুশিয়ারি দেন।
শিক্ষার্থীরা আরো বলেন, নতুন সড়ক আইনের নামে যে প্রহসন শুরু হয়েছে সেটিতে পা দেয়া যাবে না। ফেসবুকে গুজব ছড়ানোর নামে প্রশাসন যে গুজব ছড়াচ্ছে তা মেনে নেয়া যায় না। একটি মহল প্রকৃত ঘটনা চাপা দিতে ৫৭ ধারায় ধরপাকড় করে যাচ্ছে। প্রশাসনের গুজবে কান না দিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সত্য প্রকাশের জন্য আহ্বান জানায় শিক্ষার্থীরা।



 

Show all comments
  • Shams Mukul ১১ আগস্ট, ২০১৮, ২:৫০ এএম says : 1
    সরকার যায়, সরকার আসে। কিন্তু পুলিশতো আর যায় আসেনা, কারণ তারা সরকারী কর্মচারী এবং জনগণের সেবক। সুতরাং আমরা দেশের জনগণ পুলিশের কাছ থেকে নিরপেক্ষতা আশা করি, দালালি নয়। পুলিশকে মনে রাখতে হবে যে, সাধারণ মানুষের টাকায়ই পুলিশের বেতন চলে।
    Total Reply(0) Reply
  • Mizanul Haq ১১ আগস্ট, ২০১৮, ২:৫২ এএম says : 0
    যদি তুমি চুপ থাক, তবে তুমি বেশ, যদি তুমি রুখে দাড়াও তবে তোমার চৌদ্দ গুষ্ঠি শেষ, এটাই বাংলাদেশ
    Total Reply(0) Reply
  • Shariar Mamun ১১ আগস্ট, ২০১৮, ২:৫৪ এএম says : 0
    অামি চিৎকার করে কাদিতে চাহিয়া করিতে পারিনাই চিৎকার, বুকের ব্যাথাই বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।
    Total Reply(0) Reply
  • Abu Taher ১১ আগস্ট, ২০১৮, ২:৫৫ এএম says : 0
    ওহ আল্লাহ এই জুলুমের শেষ কোথায়?
    Total Reply(0) Reply
  • Nurul Hoque ১১ আগস্ট, ২০১৮, ২:৫৫ এএম says : 0
    ধিক্কার জানানোর ভাষা আমার নেই
    Total Reply(0) Reply
  • AM SADEQUE ১১ আগস্ট, ২০১৮, ৬:২৬ এএম says : 0
    Very good!
    Total Reply(0) Reply
  • Moyeen Chowdhury ১১ আগস্ট, ২০১৮, ১:২৫ পিএম says : 0
    হামলাকারি বাহিরে মুক্ত আর নিরাপদ সড়কের দাবিদার ছাত্ররা জেলে এটা মানা যায় না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ