বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীতে অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে তারা পেশাদার অপরাধী। এরা ছিনতাই, দস্যুতা ও ডাকাতির সাথে জড়িত। আবার তারা সুযোগ বুঝে লোকজনের সাথে প্রতারণাও করেন। প্রতারণার মাধ্যমে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার গভীর রাতে নগরীর আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনি এলাকা থেকে তাদের পাকড়াও করা হয়।
তারা হলেন, জাবেদ হোসেন (২৮), জসিম উদ্দিন ফরিদ (৩৮), ফিরোজ আল মামুন (৩২) ও আরিফুর রহমান লিটন (২৮)। এ চারজনের কাছ থেকে একটি দেশি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্রের সদস্যরা ডাকাতির জন্য জড়ো হচ্ছে বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে ফিরোজ শাহ কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।