Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তন্দ্রাচ্ছন্ন চোখ ও বেপরোয়া গতিতেই গাইবান্ধায় ঝরল দুটি তাজা প্রাণ

ছয় জেলায় নিহত ৯

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে যাত্রীবাহী নৈশকোচ চালক ঘুমঘুম চোখে বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন গাড়ি। সাধারণ যাত্রীরা এ বিষয়ে তাকে একাধিকবার সাবধান করে দিলেও তিনি কর্ণপাত করেন নি। তন্দ্রাচ্ছন্ন চোখ ও বেপরোয়া গতিতেই শিশুসহ প্রাণ হারালো দুটি তাজা প্রাণ। আহত হয়েছে আরো ২০জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এছাড়া লালমনিরহাটে লাইসেন্সবিহীন ট্রাকচালকের ট্রাকের চাপায় তিন, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক, খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এক শিক্ষার্থী, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মেয়েকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় মা ও মানিকগঞ্জের শিবালয়ে প্রাইভেটকার খাদে পড়ে একজনসহ গত ২৪ ঘণ্টায় ৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে যাত্রীবাহী নৈশকোচ উল্টে শিশুসহ ২ জন নিহত হয়েছে। আহত কমপক্ষে ২০ জন। গতকাল শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে ধাপেরহাটের আরভি কোল্ড স্টোরসংলগ্ন এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীদের তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের চালক তন্দ্রাচ্ছন্ন চোখে বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন বলে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীরা একাধিকবার চালকে সাবধান করে দিলেও তিনি সেই কথা শোনেননি। এতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো পঞ্চগড় জেলা সদরের কদরকান্দি এলাকার জাবেদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও ঢাকার মিরপুর-১১-এর বাসিন্দা সরফরাজ মিয়া ওরফে রিপনের মেয়ে চাঁদনী আকতার (১০)।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবদুর রশিদ বলেন, সকালে ঢাকা থেকে দিনাজপুরগামী অপু এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস) ধাপেরহাটের আরভি কোল্ড স্টোরসংলগ্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি সড়কের পাশে একটি আমগাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে কোচের চালকের সহকারী ও এক শিশু মারা যায়। খবর পেয়ে পুলিশ ও পীরগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে হতাহত যাত্রীদের উদ্ধার করেন।
সাভার : ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল সকালে এই সড়ক দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সাভার থেকে মাছ ভর্তি ট্রাক নিয়ে গাবতলী যাচ্ছিলেন আশরাফ। ট্রাকটি ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর এলাকায় পৌঁছলে সামনে থেকে আসা ড্রাম-ভর্তি আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মাছ ভর্তি ট্রাকের চালক আশরাফ গাজী মারা যান। আহত হন অন্তত পাঁচজন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো সরিয়ে ফেলে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মেয়েকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় আবেদা খাতুন (৭৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর আড়াইটার দিকে উপজেলার ধরখার-আখাউড়া সড়কের হাশিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবেদা ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কান্দিপাড়া মহল্লার বাসিন্দা।
খরখার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, রাস্তা দিয়ে হেঁটে উপজেলার টানমান্দাইল এলাকায় মেয়ের শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন ওই বৃদ্ধা। পথিমধ্যে হাশিমপুর এলাকায় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও জানান, ঘাতক মোটরসাইকেলটিকে আটক করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয়ে প্রাইভেটকার খাদে পড়ে ১ জন নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মুশুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে মুশুরিয়া এলাকায় প্রাইভেটকারটি (ঢাকা মেট্টো-ঘ ১৩-০৯৬৬১) নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেখে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চালকসহ প্রাইভেটকারের ৩ আরোহী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯ টার দিকে আছিয়া বেগম নামে একজন মারা যান।
খাগড়াছড়ি : খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় আলুটিলা এপিবিএন ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজ উল্লাহ খোকন (২৮) পেশায় মাছ ব্যবসায়ী। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট পৌর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাসটি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কাত হয়ে গেলে বাসের ছাদ থেকে পড়ে একজন ঘটনাস্থলে প্রাণ হারান। এ সময় আহত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিমউদ্দিন মজুমদার জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘কিরণ-বর্ণিতা’ নামের লোকাল বাসটি দুর্ঘটনাকবলিত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার কাজে অংশ নিয়েছে। আহত ৯ যাত্রীকে মাটিরাঙা হাসপাতালে পৌঁছানো হয়েছে বলে জানান তিনি। খাগড়াছড়ি থানার ওসি শাহাদাত হোসেন টিটো জানান, খাগড়াছড়ি (জ-০৪০০০৮) নম্বরের গাড়িটি আটক করা হয়েছে। চালক ও সহকারীরা পলাতক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
লালমনিরহাট : লালমনিরহাটে ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছেন। আহত চারজন। গত বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা রিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় পুলিশ ট্রাকের চালক ও মালিককে আটক করেছে। লালমনিরহাটের পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান ওই ট্রাকচালকের লাইসেন্স ছিল না। ।
নিহত ব্যক্তিরা হলেন লালমনিরহাট সাব রেজিস্ট্রার অফিসের মোহরার পাটগ্রামের রসুলগঞ্জের মাস্টারপাড়ার আবদুর রশিদের ছেলে আবদুল মোতালেব (৪৫), একই অফিসের মোহরার পাটগ্রামের কুচলিবাড়ির লিয়াকত আলী প্রধানের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) ও আদিতমারীর সারপুকুরের সরলখাঁ গ্রামের মোক্তার আলীর ছেলে রিকশাচালক আফজাল হোসেন (৫০)।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, পাথরবোঝাই একটি ট্রাক পাটগ্রামের বুড়িমারী থেকে টাঙ্গাইল যাচ্ছিল। লালমনিরহাটে বিপরীত দিক থেকে আসা একটি রিকশাকে এটি চাপা দেয়। এতে আরোহী দুজন ও রিকশাচালক নিহত হন। এরপর ট্রাকটি নিয়ে চালক সোহান আলী (২৪) দ্রুত পালিয়ে যাওয়ার সময় আরেকটি অটোরিকশাকে চাপা দিলে চারজন আহত হন। আহত ব্যক্তিদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতে লালমনিরহাট সদর থানায় চালক সোহান আলী, চালকের সহকারী জসিম উদ্দিন ও মালিক হাসমত আলীর বিরুদ্ধে মামলা করেছেন নিহত ব্যক্তিদের স্বজনেরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ