নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। আগামী ১৮ আগষ্ট ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেমবাং শহরে বসছে এশিয়ান গেমসের ১৮তম আসর। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই ক্রীড়া আসরের পর্দা নামবে ২ সেপ্টেম্বর। এবারের এশিয়াডে বাংলাদেশ অংশ নেবে ১৪টি ডিসিপ্লিনে। যেগুলোর লক্ষ্য ও সম্ভাবনা নিয়ে দৈনিক ইনকিলাবে ধারাবাহিক প্রতিবেদন ছাপা হচ্ছে। গেমসে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে এই ধারাবাহিক প্রতিবেদনের দশম কিস্তিতে আজ থাকছে বিচ ভলিবল। যে খেলাটিতে এশিয়াডে সাফল্য পাওয়ার কোন আশা নেই বাংলাদেশ ভলিবল ফেডারেশনের। তাদের লক্ষ্য শুধুই ভালো করা। কিন্তু সেই ভালোটা কি তা বলতে পারেছেন ফেডারেশন কর্তারা।
দেশে নিয়মিতই অনুষ্ঠিত হয় ভলিবল খেলা। প্রতি বছর জাতীয় চ্যাম্পিয়নশিপ, প্রিমিয়ার, প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগ ছাড়াও দেশে সার্ভিসেস দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত হয় ভলিবল টুর্নামেন্ট। এমনকি ঢাকায় বঙ্গবন্ধু সেন্ট্রাল এশিয়া মেন্স আন্তর্জাতিক ভলিবলের আয়োজন করেও চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ঘরোয়া আসরে বেশ দক্ষ হলেও আন্তর্জাতিক আসরে অংশ নেয়ার ক্ষেত্রে খুব একটা পরঙ্গম নয় ফেডারেশন। তার উপর মাঠের খেলায় নিয়মিত থাকলেও বিচ ভলিবলের মতো সৈকতের এই ইভেন্টে খুব একটা খেলা হয় না বললেই চলে। বছরে একটি টুর্নামেন্ট হয় বিচে। সেখানে খেলেই কিছুটা অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করেন লাল-সবুজের খেলোয়াড়রা। সেই অভিজ্ঞতা নিয়েই দক্ষিণ কোরিয়ার ইনচনে সর্বশেষ এশিয়ান গেমসের ১৭তম আসরের বিচ ভলিবলে প্রথমবার অংশ নিয়েছিল বাংলাদেশ। চীন, কোরিয়া ও কাজখস্তানসহ ১৮টি দল ওই আসরে অংশ নেয়। বাংলাদেশের হরষিত বিশ্বাস ও মুনির হোসেন দু’য়েকটি সেট জিতলেও খুব একটা ভালো করতে পারেননি ইনচনে। বেশ ক’টি দেশের একাধিক দল অংশ নেয়ায় র্যাংকিংয়ে ২৫তমস্থান পেয়েছিল তারা। এবার মনির হোসেন থাকলেও হরষিত নেই। তাকে টেক্কা দিয়ে দলে জায়গা করে নিয়েছেন শাহজাহান আলী।
এশিয়াডের টানা দু’আসরে খেলতে যাওয়া মনির হোসেন বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গণে বিচ ভলিবলে অনেক অভিজ্ঞ দেশ রয়েছে। আবার এশিয়ান গেমসে একটি দেশের দু’টি দলও খেলে থাকে। যেমন ইনচনে চীনের দু’টি দল রুপা এবং ব্রোঞ্জপদক জিতেছে। জাপানও খেলিয়েছে দু’টি দল।’ তিনি আরো বলেন, ‘সচরাচর কক্সবাজারে আমাদের খেলা হয় না। তবে এশিয়ান গেমস উপলক্ষ্যে প্রায় দেড় মাস অনুশীলন করেছি আমরা। নিজেদের সেরাটা দিতে চেষ্টা করবো ইন্দোনেশিয়ায়।’
গেমসে দ্বিতীয়বার বলেই কেবল ভালো খেলার প্রতিশ্রুতি দিচ্ছেন ফেডারেশন কর্মকর্তারা। ফেডারেশনের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল বলেন, ‘ কোন পদক নয়, এবারের এশিয়ান গেমসে আমাদের লক্ষ্য ভালো করা। এরচেয়ে বেশি কিছু চাইতে পারছি না। কারণ প্রতিপক্ষ দেশগুলো স্বয়ংসম্পূর্ণ। কক্সবাজারে দেড়মাসের অনুশীলন করেছে আমাদের খেলোয়াড়রা। এই পুজি নিয়েই তারা জাকার্তার বিচে লড়বে।’ জেএসসি বিচ ভলিতে ১৯ থেকে ২৮ আগষ্ট পর্যন্ত বিচ ভলিবলের খেলাগুলো অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।