Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামীকাল শুরু প্রিমিয়ার ভলিবল লিগ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

 বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগ। ২৮ জানুয়ারি শেষ হবে এই লিগ। এবারের লিগে ১০টি দল অংশ নিচ্ছে। লিগ হলেও এর খেলা হচ্ছে টুর্নামেন্টের আদলে। দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ পর্ব শেষে সেমিফাইনাল, স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল। কাল শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন। বিশেষ অতিথি থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলী।

লিগকে সামনে রেখে গতকাল বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ডিএমডি আলমগীর ফিরোজ, ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তারা। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- তিতাস ক্লাব, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ এসসি, ওয়ারি ক্লাব, বাংলাদেশ জেল, আজাদ স্পোর্টিং ক্লাব, ঢাকা সবুজ ও বাংলাদেশ আনসার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রিমিয়ার ভলিবল লিগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ