রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আমতলী উপজেলায় ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বন্যাক্রান্ত, দুর্যোগাক্রান্ত, দুঃস্থ ও অতি দরিদ্র পরিবারকে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য সহায়তা প্রদান করা হবে। ঈদের আগে এগুলো বিতরন শুরু হবে বলে নিশ্চিত করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।
আমতলী উপজেলায় একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের মধ্যে ৩৫ হাজার ৫৭৫টি ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণ করা হবে। উপজেলার ১টি পৌরসভায় ৪ হাজার ৬১০ জন, গুলিশাখালী ইউপি-৫ হাজার ৩২৪ জন, কুকুয়া ইউপি-৪ হাজার ৪৯৬ জন, আঠারগাছিয়া ইউপি-৪ হাজার ৩৮৬ জন, হলদিয়া ইউপি-৫ হাজার ৫৬১ জন, চাওড়া ইউপি-৩ হাজার ৮৯৫ জন, আমতলী ইউপি-৪ হাজার ৫১৯ জন ও আড়পাঙ্গাশিয়া ইউপি-২ হাজার ৭৮৪ জন মোট ৩৫ হাজার ৫৭৫টি পরিবারের সদস্যরা উপকৃত হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন বলেন, ঈদ-উল-আযহাকে সামনে রেখে বন্যাক্রান্ত,দুর্যোগাক্রান্ত,দুঃস্থ ও অতি দরিদ্র পরিবারকে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য সহায়তা প্রদান করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।