Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি আমার গল্পে নিয়ে সুপ্তি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

শিশু শিল্পী সুপ্তি ‘স্বাধীনতা’ গানটির পর এবার আসছেন ‘আমি আমার গল্প’ শিরোনামের একটি গান নিয়ে। নারী জাগরনের অগ্রদূত বাংলাদেশের তিন মহীয়সী নারী বেগম রোকেয়া, শহীদ জননী জাহানারা ইমাম ও বেগম সুফিয়া কামালের আদর্শকে নিয়ে এই গানটি রচিত হয়েছে। এটি লিখেছেন লালন লোহানী। নাজির মাহামুদের সুরে সংগীত পরিচালনা করেছেন মুসফিক লিটু। সুপ্তি বলেন, আমার গাওয়া সবগুলো গান থেকে এ গানের কথা ও সুর একেবারেই আলাদা। এমন একটি গান গাইতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করিছ। আমি কেমন গেয়েছি তা শ্রোতারাই বিচার করবেন। গানটা আমার বয়সী ছেলেমেয়েদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আগামী ১৭ আগস্ট সুপ্তি মিউজিকের অফিসিয়াল চ্যানেল সুপ্তি মিউজিক স্টেশন থেকে মুক্তি দেয়া হবে। সুরকার নাজির মাহামুদ বলেন, লালনের লেখা সব সময়ই অসাধারণ লেখা। আর এই গানের কথাগুলো আরও চমৎকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিল্পী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ