Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমান্তের জিরো লাইনে নিষেধাজ্ঞা

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

পবিত্র ঈদ উপলক্ষে গরু আনতে রাত ১০টার পর বাংলাদেশী নাগরিকদের সীমান্তের জিরো লাইন অতিক্রম’র ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিজিবি। বৃহস্পতিবার বেনাপোলের পুটখালী বিজিবি ক্যাম্পে সীমান্তে বসবাসরত নাগরিকদের সাথে মাদক, অস্ত্র ও গরু চোরাচালান প্রতিরোধে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বিজিবি উপ-মহাপরিচালক ও দক্ষিন পশ্চিমাঞ্চলীয় রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. খালিদ আল মামুন এক হুশিয়ারীতে এ কথা বলেন।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহম্মেদের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় মাদক, গরু চোরাচালান ও সন্ত্রাস, প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন বিজিবি খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল মো. তৌহিদুল ইসলাম, বেনাপোল পোর্টথানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মোহাম্মাদ মাসুদ করিম, বেনাপোল প্রেসক্লাব সভাপতি মহসিন মিলন ও পুটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ।
প্রধান অতিথি আরো বলেন, যেকোনো মুল্যে সীমান্ত এলাকা থেকে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদসহ সব ধরনের অপরাধ মূলক কর্মকান্ড নির্মূল করা হবে। আমারা সীমান্ত হত্যা শুন্যের কোটায় নিয়ে এসেছি। আমরা চাই বর্ডার এলাকা ক্রাইম ফ্রি থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সীমান্ত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ