পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ফিলিস্তিনি বংশোদ্ভ‚ত নারী রাশিদা তালিব যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম কংগ্রেসম্যান হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন। মিশিগান রাজ্যের সাবেক এই আইনপ্রণেতা ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন পান। খবর দ্য ইন্ডিপেনডেন্ট, টাইমস ও সিএনএন। মঙ্গলবার মিশিগানের ডিস্ট্রিক ১৩ প্রাইমারির নির্বাচনে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেয়েছেন রাশিদা। এই আসনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি কিংবা তৃতীয় কোনও দলের প্রার্থী না থাকায় নভেম্বরের নির্বাচনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় রাশিদা নির্বাচিত হতে যাচ্ছেন।
১৯৬৫ সাল থেকে এই আসনটি জন কোনিয়ের্সের দখলে ছিল। যৌন নিপীড়নের অভিযোগে ২০১৭ সালের ডিসেম্বরে তিনি পদত্যাগের ঘোষণা দেন। যার কারণে আসনটি শ‚ন্য হয়
রাশিদা তালিব প্রাইমারিতে বিজয়ী হয়ে দুটি ঐতিহাসিক ঘটনা সৃষ্টি করেছেন। একটি হচ্ছে জাতীয় পর্যায়ে তিনিই প্রথম নির্বাচিত মুসলিম নারী । আর দ্বিতীয়টি হচ্ছে তিনিই প্রথম আরব-আমেরিকান মুসলিম নারী। তিনি এক ফিলিস্তিনি অভিবাসীর জ্যেষ্ঠ কন্যা। এর আগে কংগ্রেসে দুজন মুসলিম পুরুষ নির্বাচিত হয়েছিলেন, তারা দুজনই আবার আফ্রিকান-আমেরিকান কমিউনিটির সদস্য।
রাশিদা এমন সময় মার্কিন কংগ্রেসের সদস্য হতে যাচ্ছেন, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকদের মুসলিমবিরোধী কর্মকাÐের জবাবে মুসলিমরা দেশটিতে রাজনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর কথা ভাবছে।
আশঙ্কা করা হচ্ছে, রাশিদা কংগ্রেসম্যান হিসেবে দায়িত্ব নিলে ট্রাম্প ও তার উগ্র জাতীয়তাবাদী সমর্থকদের মুসলিম-বিদ্বেষী প্রচারণা আরও বাড়বে। এ ধরনের ইসলাম বিদ্বেষ ২০০১ সালে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার আগে তেমন বেশি চোখে পড়তো না।
উলেখ্য, চলতি বছরের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে বিভিন্ন অঙ্গরাজ্যে মঙ্গলবার প্রাইমারি অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক ৯০ জন মুসলিম নারী প্রার্থী রয়েছেন যে কারণে এবারের নির্বাচন নিয়ে বেশি আলোচনাও হচ্ছে।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে আমেরিকার মুসলমানদের সাথে হোয়াইট হাউসের লিয়াজোঁ জাকি বারজিনজি বলেন, তিনি কংগ্রেসের প্রথম নারী সদস্য হতে চলেছেন। আসলে তিনি লাখ লাখ রাশিদার জন্য দরজা উন্মুক্ত করে দিলেন।
আরো বহু ডেমোক্যাট প্রার্থীর মত রাশিদাও প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচক। দু’ বছর আগে ডেট্রয়েটের কেন্দ্রস্থলে ট্রাম্পের বক্তৃতায় বাধা সৃষ্টি করায় তিনি গ্রেফতার হন। তিনি তখন চিৎকার করে বলেছিলেন, আমাদের ছেলেমেয়েরা আরো ভালো কাউকে চায়, আপনাকে নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।