Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলঙ্কার রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ১২:০৬ এএম

শেষ ওভারে দরকার ছিল ৭ রান। উইকেটে ছিলেন ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকার দিকেই হেলে ছিল ম্যাচ। কিন্তু সুরেঙ্গা লাকমালের করা ঐ ওভারে দক্ষিণ আফ্রিকা নিতে পারল মাত্র ৩ রান। দ্বিতীয় বলে বোল্ড মিলার। দারুণ বোলিং-ফিল্ডিং ও ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়ে সিরিজে প্রথম জয় পায় শ্রীলঙ্কা।
৫ ম্যাচের ওয়ানডে সিরিজ আগেই নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ ম্যাচে এসে ৩ রানের রোমাঞ্চকর জয়ে হোয়াইটওয়াশের শঙ্কা থেকে মুক্ত হলো লঙ্কানরা। টানা ১১ ম্যাচ হারের পর প্রোটিয়াদের বিপক্ষে জয়ের দেখা পেল শ্রীলঙ্কা। ক্যান্ডিতে পরশু বৃষ্টিবিঘিœত ম্যাচে ৩৯ ওভারে ৭ উইকেটে ৩০৬ রান করে স্বাগতিকরা। বৃষ্টি আইনে সফরকারীদের সামনে লক্ষ্য ঠিক হয় ২১ ওভারে ১৯১। কিন্তু ৯ উইকেটে ১৮৭ রানে থেমে যায় কুইন্টন ডি ককের দলের ইনিংস। অধিনায়ক হিসেবে ডি ককের অভিষেকটা তাই মধুর হলো না।
আগামী রোববার কলম্বোয় সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ