Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাবানল জ্বলবে মাসব্যাপী

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

পুরো আগস্ট মাস জুড়েই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য দাবানলে জ্বলতে থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। ইতোমধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে প্রায় তিন লক্ষ একর জায়গা। বনাঞ্চল ছেড়ে ক্রমেই ঘনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ছে আগুন। এদিকে, প্রতিবছরই ক্যালিফোর্নিয়ায় দাবানল আঘাত হানায়, এই দুর্যোগ মোকাবিলায় বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসা জরুরি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন। আগুনের এমন লেলিহান শিখা এর আগে দেখেনি ক্যালিফোর্নিয়াবাসী। ইতিহাসের সবচেয়ে বড় এ দাবানলে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে প্রশস্ত বনাঞ্চল আর অগণিত ঘরবাড়ি। মেনডোসিনো কমপ্লেক্স ফায়ার নামে এই দাবানলের আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনীর প্রায় দেড় হাজার সদস্য। এছাড়াও যোগ দিয়েছে কয়েকশ› সেনা সদস্যও। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় বিশেষ সুবিধা করা যাচ্ছে না। অসহনীয় মাত্রার গরম, তীব্র বাতাস আর কম আদ্রতার কারণে আরও আগ্রাসী রূপে জ্বলে উঠছে দাবানল। নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় অনেকটা দিশেহারা কর্তৃপক্ষ। সোমবার পর্যন্ত আগুনের ১৬টি উৎস থাকলেও মাত্র এক দিনের মাথায় মোট ২৩টি উৎস খুঁজে পায় দমকল বাহিনী। সিএনএন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাবানল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ