Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্ঘটনাক্রমে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

এস্তোনিয়ায় ন্যাটোর এক প্রশিক্ষণ মিশনে স্পেনীয় একটি যুদ্ধবিমান থেকে দুর্ঘটনাক্রমে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এস্তোনিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশে এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হয়ে যাওয়ার ক্ষমতাসম্পন্ন ওই এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রটিতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে বিবৃতিতে বলা হয়েছে। কিন্তু এস্তোনিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রটির অবশিষ্টাংশের খোঁজে তল্লাশি চালাচ্ছে। স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে “লিথুয়ানিয়াভিত্তিক স্পেনের একটি ইউরোফাইটার দুর্ঘটনাক্রমে একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রটি কোনো বিমানকে আঘাত করেনি। প্রকৃতপক্ষে কী ঘটেছে তা বের করতে তদন্ত শুরু করা হয়েছে।” প্রকাশিত খবরে জানা গেছে, ক্ষেপণাস্ত্রটিতে ১০ কেজি বিস্ফোরক ছিল এবং এটি এস্তোনিয়ার তার্তু শহরের ৪০ কিলোমিটার উত্তরে গিয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় ন্যাটোর বাল্টিক এয়ার পুলিশিং মিশনের অংশ হিসেবে প্রশিক্ষণে দুটি স্পেনীয় যুদ্ধবিমান ও দুটি ফরাসি যুদ্ধ বিমান অংশ নিচ্ছিল। বুধবার ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টোলটেনবার্গ এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ইউরি রাতাসকে সব ধরনের সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। এক বিবৃতিতে ন্যাটোর এক মুখপাত্র বলেছেন, “সব মিত্রকে প্রতিরক্ষা দিতে ন্যাটো প্রতিশ্রুতিবদ্ধ এবং (ন্যাটো) বাল্টিক অঞ্চলের আকাশকে নিরাপদ রাখতে পাহারা দিয়ে যাবে।” এর আগে এক ফেইসবুক পোস্টে এ ঘটনাকে ‘ভীতিকর’ ও ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী রাতাস। ওই পোস্টে তিনি লিখেছেন, “এটি অত্যন্ত গুরুতর ঘটনা। আমরা অত্যন্ত উদ্বিগ্ন। খোদাকে ধন্যবাদ, এ ঘটনার ফলে কেউ জখম হয়েছেন এমনটি জানা যায়নি। “এ ধরনের আর কোনো ঘটনা ফের ঘটবে না এটি নিশ্চিত করার জন্য এস্তোনিয়ার প্রতিরক্ষা বাহিনী সব ধরনের উদ্যোগ নিবে এ বিষয়ে নিশ্চিত আমি।” বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্ষেপণাস্ত্র নিক্ষেপ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ