Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় আ.লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৮, ৫:০৬ পিএম

পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ’লীগ ও নব্য আ’লীগের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র কওে পাবনা পৌর এলাকার পূর্ব ও পশ্চিম মণ্ডল পাড়া মহলায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলাগুলিতে নারী-বৃদ্ধ-যুবকসহ অন্তত: ১৫ জন হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটে।গুলাগুলি হামলায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, শহরের মন্ডলপাড়ার আওয়ামীলীগ গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে বুধবার রাত আনুমানিক নাড়ে ৯টার দিকে আ’লীগ ও নব্য আ’লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারী-বৃদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে মন্ডলপাড়ার হাসিনা খাতুন, রোজি খাতুন, মুসলিকা খাতুন, সাজেদা খাতুন, রাসেল, আকাশ, পাপ্পু, জাহিদুল ইসলাম, শেখ রানা আহমেদকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ আহত রয়েছেন। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জল সাংবাদিকদের জানান, সদ্য আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনে যোগদানকারীরা এই রকম ঘ টনা ঘটাচ্ছে । এরা আওয়ামীলীগের ভাবমূর্তি বিনষ্ট করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাবনায়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ