বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনার সড়কে আবারও ঝরলো প্রাণ। জেলার আটঘরিয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সার এক যাত্রী নিহত ও অপর ৪ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
আটঘরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল উদ্দিন জানান, সোমবার সকালে চাটমোহর থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা পাবনা যাচ্ছিল। বেলা ১২ টার দিকে অটোরিকশাটি পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়ার জালালের ঢাল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগ্রামী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত ও অপর ৪ জন আহত হন।
আহত ৪ জনকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অজ্ঞাত পরিচয়ের একজনের অবস্থা এখনও আশংকাজনক বলে জানা গেছে। পুলিশ ট্রাকটি আটক করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।