Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীতে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে জখম

টঙ্গী সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৮, ১:০৫ এএম

টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের কর্মী শাহাদাত হোসেন সাদু (২৪) কে বাসার সামনে থেকে তুলে নিয়ে লোহার পাইপ ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করেছে। প্রতিবাদে মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তার সহপাঠী ও ছাত্রলীগকর্মীরা। গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর সাদুকে শহীদ আহসান উল্লাহ মাস্টার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জের ধরে ছাত্রলীগকর্মী সাদুকে কলেজ গেট এলাকা থেকে তুলে নিয়ে যায় যুবলীগ কর্মী ঈসমাইল ও তার হযোগীরা। পরে তাকে সুরতরঙ্গ রোডের দেওয়ান মঞ্জিলের পাশ্বের নির্মাণাধীন দশতলা ভবনের দোতলায় ঈসমাইল, তানন, লাড্ডু, হোসেনসহ অজ্ঞাতনামা ১০-১৫জন যুবক লোহার পাইপ ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। পরে তারা সাদুকে জোরপূর্বক চেতনানাশক ট্যাবলেট খাইয়ে অচেতন করে ফেলে চলে যায়। এদিকে সাদুকে তুলে নেয়ার পর তাকে হত্যা ও গুম করে ফেলার গুজব ছড়িয়ে পড়লে তার সহপাঠী এবং টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের কয়েকশকর্মী রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রলীগ

২০ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ