পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের হত্যার হুমকি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। প্রেসিডেন্ট প্রাসাদে দুর্নীতির অভিযোগে তদন্তাধীন পুলিশ কর্মকর্তাদের হাজির করা হলে তিনি এ হুমকি দেন। ১০২ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ ও ডাকাতিসহ ফৌজাদারির অভিযোগে তদন্ত চলছে।
দুতার্তের সঙ্গে সাক্ষাতের জন্য এসব কর্মকর্তাদের মঙ্গলবার তার প্রাসাদে নিয়ে যাওয়া হয়। দুতার্তে বলেন, ‘কুত্তার বাচ্চারা তোমরা যদি এভাবে চলতে থাক তাহলে আমি সত্যি তোমাদের হত্যা করব।’ বেশ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলো সরকার পুনরায় তদন্ত করে দেখবে উল্লেখ করে দুতার্তে বলেন, ‘আমার একটা বিশেষ ইউনিট আছে যারা আজীবন তোমাদের ওপর নজরদারি চালাবে। যদি তোমরা একটা ছোট ভুলও কর, তাহলে আমি তোমাদেরকে হত্যা করার জন্য তাদেরকে নির্দেশ দেব। এসব পুলিশ কর্মকর্তার পরিবারের সদস্যদের উদ্দেশে দুতার্তে বলেছেন, যদি এই কুত্তার বাচ্চারা মারা যায়, তাহলে আপনারা আমাদের কাছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে আসবেন না। কারণ আমি ইতিমধ্যে আপনাদের সতর্ক করেছি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।