Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাড়ির বহরে হামলার ঘটনা বিএনপির ১০ নেতাকর্মী খালাস

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম


 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেতা থাকাকালে তার গাড়ি বহরে হামলার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক এমপি ও বিএনপি নেতা জহিরউদ্দিন স্বপন সহ ১০ নেতাকর্মী আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। অভিযোগ প্রমানিত না হওয়ায় বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক শিহাবুল ইসলাম এসব অসামীকে খালাসের রায় প্রদান করেন। ২০০৪ সালের ২ এপ্রিল দক্ষিণাঞ্চল সফরকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে ঐ হামলার ঘটনা ঘটে। খালাসপ্রাপ্তরা হচ্ছেন বরিশালÑ১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের তৎকালীন এমপি জহির উদ্দিন স্বপন, বিএনপি নেতা ফজলু পেয়াদা, সরোয়ার আলম, হাবুল সরদার, চুন্নু সিকদার, মো. আউয়াল, মাহফুজ মোল্লা, মাহমুদ মোল্লা, রুবেল হাওলাদার ও মো. বাবুল। এ প্রসঙ্গে সরকার পক্ষের এক আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, মামলার স্বাক্ষীরা স্বাক্ষ্য দিতে না আসায় অভিযোগটি আদালতে প্রমান করা যায়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাড়ি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ