Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জীবন দিয়ে সন্তানদের বাঁচালেন মা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

চীনের হেনান প্রদেশে এক মা তার দুই সন্তানকে বাঁচাতে গিয়ে নিজে আগুনে পুড়ে মারা গেছেন। হেনান প্রদেশের জুচাং শহরের একটি অ্যাপার্টমেন্টে সম্প্রতি আগুন লেগে এর ৫ম তলায় দুই বছরের মেয়ে এবং ৯ বছরের ছেলেকে নিয়ে আটকা পড়েন এক চীনা গৃহবধূ। এ সময় মা তার সন্তানদের বাঁচাতে জানালা খুলে এলাকাবাসীর সাহায্য চান। দমকল বাহিনীর লোকজন আসার আগেই তিনি জানালা দিয়ে বেশ কয়েকটি বিছানার চাদর নিচে ফেলে দেন। তখন লোকজন নিচে জানালা বরাবর ওইসব চাদর ধরে রাখেন এবং ওই মা তার সন্তানদের একে একে ওই নেট বরাবর ছুড়ে নিচে ফেলেন। কিন্তু তিনি নিজে আর লাফ দিয়ে বাঁচতে পারলেন না। তার আগেই আগুনের লেলিহান শিখা তাকে গ্রাস করে। ততক্ষণে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে অগ্নিদগ্ধ ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করলেও তাকে আর বাঁচানো যায়নি। মর্মান্তিক এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। চায়না মর্নিং পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাঁচালেন মা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ