মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রিটিনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্রভাবশালী টরি নেতা বরিস জনসন হিজাব নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন। সোমবার দেশটির ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে তিনি লিখেছেন, মুসলিম নারীরা হিজাব পরলে তাদের চিঠির বাক্সের মতো দেখায়। এমনকি তাদের ব্যাংক ডাকাতের সঙ্গে তুলনা করেছেন। তার এ মন্তব্যের পর ব্রিটেনের মুসলিম গ্রæপগুলো দেশটির ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিতে ইসলামভীতি নিয়ে তদন্তের আহŸান জানিয়েছে। লেবার পার্টির নেতা নাজ শাহ বলেন, বরিস জনসনের সা¤প্রতিক বর্ণবাদী অবমাননাকর মন্তব্য হেসে উড়িয়ে দেয়া যায় না। তারা আসলে এমনই। তিনি বলেন, বরিস জনসন বলেছেন- মুসলিম নারীরা দেখতে চিঠির বাক্সের মতো, তাদের ব্যাংক ডাকাতের সঙ্গে তুলনা করা হয়েছে। এমনকি ইসলামকে একটি সমস্যা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।