বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম আকিজ গ্রুপের তামাকের ব্যবসা ১২ হাজার ৪৩০ কোটি টাকায় (১৪৮ কোটি ডলার) কিনছে জাপান টোবাকো ইনকরপোরেশন।
এশিয়ায় নিজেদের অবস্থান আরও জোরদার করতে জাপানি কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে গতকাল সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
জাপান টোবাকো বলছে, বাংলাদেশের সিগারেটের বাজারের পাঁচ ভাগের এক ভাগ আকিজের দখলে, যেটা তামাক শিল্পে বিশ্বের মধ্যে অষ্টম সর্ববৃহৎ। এটা যুক্ত হলে বছরে জাপানি কোম্পানিটির বিক্রি বাড়বে একহাজার ৭০০ কোটি।
আকিজ গ্রুপের ইউনাইটেড ঢাকা টোবাকো কোম্পানির ব্যবসার অধিগ্রহণের কাজ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসাপেক্ষে এই বছরের তৃতীয় প্রান্তিকে সম্পন্ন হবে বলে জাপান টোবাকোর বিবৃতিতে বলা হয়েছে। এই বিষয়ে তাৎক্ষণিকভাবে আকিজ গ্রুপের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।