Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তামাক ব্যবহার কমিয়ে আনতে চালু হলো ‘কুইট টোবাকো অ্যাপ’

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ১১:২৪ এএম

বিশ্বজুড়ে তামাকজাত পণ্যের ব্যবহার শূন্যের কোঠায় নিয়ে আসতে ‘কুইট টোবাকো অ্যাপ’ চালু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) থেকে এই অ্যাপ চালু করা হয়েছে। সিগারেট ও ধোঁয়াবিহীন যাবতীয় তামাক পণ্য ছাড়তে চান যারা তাদের সহায়তা করবে অ্যাপটি।

ভারতের দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং বলেন, তামাক যেকোনও রূপেই প্রাণঘাতী। ক্ষতিকারক জেনেও বিভিন্ন কারণে ছাড়তে অক্ষম এমন মানুষকে তামাক ত্যাগ করতে সহায়তা করার জন্য এই অ্যাপের মতো উদ্ভাবনী পদ্ধতির খুব প্রয়োজন।
এই অ্যাপটি ধূমপান ছাড়তে চাওয়া ব্যক্তিদের ধূমপানে আসক্তি কমানো, ধূমপান ছাড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণসহ বিভিন্ন মানসিক সহায়তা দেবে বলেও জানিয়েছেন তিনি।
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ‘২০০০ সালের পর থেকে গত ২১ বছরে বিশ্বের যেসব অঞ্চলে দ্রুতহারে ধূমপায়ীর সংখ্যা কমেছে, সেসবের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে ভারতের দক্ষিণপূর্ব এশিয়া। কিন্তু এখনও এই অঞ্চলে ধূমপায়ীদের শতকরা হার বিশ্বের অন্য যে কোনো অঞ্চলের চেয়ে অনেক বেশি। দক্ষিণপূর্ব এশিয়ায় ধূমপান বন্ধে সম্প্রতি শুরু হওয়া ‘ধূমপান ছাড়তে দৃঢ়প্রতিজ্ঞ’ প্রচারাভিযানের আওতায় এই অ্যাপটি আনা হয়েছে।’
তামাক বিশ্বের প্রতিরোধযোগ্য মৃত্যুর প্রধান কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর প্রায় ৮০ লাখ মানুষ ধূমপানের কারণে মারা যায়। সূত্র: এনডিটিভি



 

Show all comments
  • jack ali ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৩৫ এএম says : 0
    আল্লাহর আইন দিয়ে দেশ চলে কোন ধরনের নেশা আমাদের দেশে থাকত না কাফের সায়েন্টিস্টরা রিসার্চ করে দেখেছে যে তামাক জাতীয় পদার্থ হচ্ছে নেশার মা আজকে আমাদের দেশে লক্ষ্য কোটি বিঘা জমিতে তামাক চাষ হয় যেখানে তামাক চাষ হয় তার আশেপাশে কোন ফসল জন্মাতে পারে না যদি তার পাশে খাল-বিল থাকে তাহলে সেখানকার সব মাছ সবকিছু মারা যায় পরিবেশ ধ্বংস করে দেয় এই তামাক গাছ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টোবাকো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ