Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিনদিন পর রাজশাহী থেকে বাস চলাচল শুরু

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

সাধারন মানুষকে ভোগান্তিতে ফেলে রাজশাহীতে তিনদিন পর অঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গত সোমবার সকাল ৬টা থেকে রাজশাহীতে বাস চলাচল করছে। বাস মালিক সূত্র জানায়, রোববার রাতে ঢাকা বাস মালিক সমিতি থেকে সিদ্ধান্ত আসায় আজ সকাল থেকে আবার বাস চলাচল শুরু হয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে উচ্ছৃঙ্খল একটি গোষ্ঠী ঢুকে পড়ে তারা বাসে ভাঙচুর চালাচ্ছে। ফলে বাস ও শ্রমিকদের নিরাপত্তাহীণতার কারণে তারা বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। নিরাপত্তাহীণতার কারণ দেখিয়ে টানা তিনদিন আন্ত:জেলা ও দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ থাকে। এর মধ্যে শুক্রবার ও শনিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকলেও সন্ধ্যার পর থেকে নৈশকালীন বাসগুলো ছাড়া হয়। কিন্তু রোববার সন্ধ্যা থেকে নৈশকালীন বাসও বন্ধ করে দেওয়া হয়। এতে করে চরম দুর্ভোগে পড়েন এ অঞ্চলের সাধারণ যাত্রীরা। ঈদের আগে বাস চলাচল বন্ধ থাকায় রাজশাহীর সঙ্গে সড়কপথে রাজধানী ঢাকাসহ সারাদেশের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাস চলাচল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ