রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নওগাঁর ধামইরহাটে মাত্র ১০ হাত রাস্তার জন্য তিন গ্রামের হাজারো মানুষ ভোগান্তির শিকার। রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় এলাকাবাসীকে প্রায় চার কিলোমিটার ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে। এতে মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
জানা গেছে, উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত বেড়াডাঙ্গা গ্রামের মধ্য দিয়ে একটি মাটির রাস্তা তালঝারী হয়ে লক্ষীতাড়া বাইপাস সড়কে গিয়ে মিলিত হয়েছে। বেড়াডাঙ্গা গ্রামের বেলাল হোসেনের বাড়ির সামনে মাত্র ১০ হাত রাস্তায় পানি জমে কর্দমাক্ত ও গর্র্তের সৃষ্টি হয়েছে। লক্ষীতাড়া, তালঝারী ও বেড়াডাঙ্গা গ্রামের হাজারো মানুষ ও ধামইরহাট এমএম ডিগ্রি কলেজ, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। রাস্তার বেড়াডাঙ্গা অংশে বেলাল হোসেনের বাড়ির ও তার টিউবওয়েলের পানি সরাসরি গিয়ে রাস্তার উপর পড়ার কারণে কাঁদা ও গর্তের সৃষ্টি হয়েছে। এতে মানুষজন চলাচল করতে পারছেন না। অথচ একটি পাইপ দিয়েই এ পানি রাস্তা পার করা সম্ভব। ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্র্থী তালঝারী গ্রামের রনিচন্দ্র শীল, শুভচন্দ্র শীল, অষ্টম শ্রেণির শিক্ষার্থী প্রেমা শীল ও নুপুর শীল বলেন, রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় দেড় কিলোমিটার রাস্তা এখন বিকল্প পথে প্রায় চার কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে।
স্থানীয় আমাইতাড়া মোড়ের সেলুন ব্যবসায়ী তালঝারী গ্রামের দিনেশ শীল, নিতাই শীল, গণেশ শীল ও কিরণ শীল বলেন, বাড়ি থেকে কাপড় পড়ে বেরুলেও ওই রাস্তা পার হতে কাপড় নষ্ট হয়ে যায়। তা ছাড়া রাতে বাড়ির ফেরার পথে অন্ধকারে অনেক সময় কাঁদায় পড়ে যেতে হয়। সাইকেল, ভ্যান বা অন্য কোনো যানবাহন চলাচল করতে পারে না। রাস্তার পাশের জায়গার মালিক মুজিবুল হক বাঁশের বেড়া দিয়ে তার জায়গা ঘেরে রাখার কারণে মানুষের বাধ্য হয়ে কাঁদায় নামতে হচ্ছে।
এ ব্যাপারে বেলাল হোসেন বলেন, রাস্তার উপর দিয়ে জমি চাষের পাওয়ার ট্রলি যাওয়ার কারণে রাস্তাটি নষ্ট হয়ে গেছে। তবে তার বাড়ি ও টিউবওয়েলের পানি রাস্তার উপর পড়ার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, অচিরের পাইপ বসানো হবে। স্থানীয় উমার ইউনিয়ন পরিষদের সদস্য মো. মামুন রেজা বলেন, রাস্তাটি মাটি দিয়ে উঁচু করার জন্য বারবার উদ্যোগ নেয়া হলেও দু-একজনের বাধার কারণে সম্ভব হয়নি। বাড়ির পানি বের করার জন্য পাইপ ও খরচের টাকা দেয়ার অঙ্গীকার করার পরও বেলাল হোসেনের একগুয়েমির কারণে জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। অচিরেই রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করবেন বলে আশ্বাস দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।