Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে চারজনের মৃত্যুদন্ড

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

সিলেটের কানাইঘাটে সুলতানা বেগম নামের ১০ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অপরাধে চার আসামির মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ-এর বিচারক এ এম জুলফিকার হায়াত গতকাল রোববার দুপুরে এই রায় ঘোষণা করেন। সেইসাথে আসামিদের এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।
পাশাপাশি লাশ গুমের অপরাধে প্রত্যেককে সাত বছর করে সশ্রম কারাদন্ডাদেশ ও দশ হাজার টাকা জরিমানা করেন আদালত।
আসামিরা হচ্ছেন- কানাইঘাটের বড়খেওর গ্রামের ইমাম উদ্দিনের ছেলে আবুল উদ্দিন (২৩) সুরুজ আলীর ছেলে সাদেক উদ্দিন (২৮), মৃত লিয়াকত আলীর ছেলে রাসেল মিয়া (২২) এবং এরালিগুল গ্রামের নিমার আলী ওরফে মিজান আলীর ছেলে বাবুল আহমদ ওরফে রহুল (৩২)। আসামিদের মধ্যে বাবুল আহমদ পলাতক রয়েছে। উল্লেখ্য, নিহত সুলতানা কানাইঘাটের এরালিগুল গ্রামের তেরাব আলীর মেয়ে। সে ছোটফৌজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর সুলতানাকে ধর্ষণ শেষে হত্যা করা হয়। পরে তার লাশ গুম করতে মাটিচাপা দেয় দন্ডিত আসামিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ