Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুগঞ্জে সড়ক পুন:নির্মাণ শুরু

আশুগঞ্জ (ব্রাক্ষনবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আশুগঞ্জ স্টেশন রোডের শরিয়তনগর থেকে বাজারের প্রধান রাস্তাটি পুন:নির্মাণ কাজ শুরু হয়েছে। ৫৩৩ মিটার দৈর্ঘ ও ১৬ ফুট প্রশস্ত রাস্তাটি পুন:নির্মাণ ব্যায় ধরা হয়েছে প্রায় ৬৮ লাখ টাকা। জানা যায়, দীর্ঘদিন ধরে আশুগঞ্জ স্টেশন রোডের শরিয়তনগর থেকে আশুগঞ্জ বাজার বিওসি ঘাটের এই রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে রাস্তাটির বিভিন্ন অংশে ভেঙে খানাখন্দসহ যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই রাস্তা দিয়ে প্রতিদিন এলাকার হাজার হাজার লোকজন চলাচল করে। এদিকে সড়কটি সংস্কার না হওয়ার কারণে এলাকার লোকজন ভোগান্তি পোহাতে হয়েছে দিনে পর দিন।
এতে জনগণের দুর্ভোগ বাড়লেও জনপ্রতিনিধিদের কোনো মাথাব্যথা ছিল না। বিশেষ করে শরিয়তনগরের রাস্তাটির অবস্থা একেবারেই বেহাল অবস্থা ছিল। আর সামান্য বৃষ্টি হলে রাস্তাটি দিয়ে চলাচল মানে খানখন্দে পড়ে নিশ্চিত আহত হওয়ার ঘটনা একাধিক বার ঘটতে দেখা গেছে। কর্দমাক্ত রাস্তায় রিকশা-ভ্যান চলাই যেন দায় হয়ে পড়েছিল। রাস্তাটির বেহাল অবস্থার কারণে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে। ৫৩৩ মিটার দৈর্ঘ ও ১৬ফুট প্রশস্ত রাস্তাটি পুন:নির্মাণ ব্যায় ধরা হয়েছে প্রায় ৬৮ লাখ টাকা। রাস্তাটি পুন:নির্মাণের মধ্য দিয়ে জনগণের চলাচলের সুবিদাসহ চরম ভোগান্তি কিছুটা রাঘব হবে বলে মনে করেন সচেতন মহল
এদিকে আশুগঞ্জ স্টেশন রোডের শরিয়তনগর থেকে বাজারের প্রধান রাস্তাটি গত ৩ আগস্ট শুক্রবারে পুন:নির্মাণ কাজের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আসিফ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসুমী বাইন হীরা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলি জিন্নাহ, আশুগঞ্জ শহর শিল্প ও বণিক সভাপতি গোলাম হোসেন ইপ্টি, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু নাসের আহমেদ ও যুগ্ম আহ্বায়ক মো. হানিফ মুন্সি ও আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা মুকবুল ও যুবলীগ নেতা আতাউর রহমান কবির প্রমুখ। রাস্তাটি পুন:নির্মাণ কাজটি করছেন ব্রাহ্মণবাড়িয়ার মোজাহার এন্টারপ্রাইজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ