Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মান উন্নয়নে কাজ করছে সরকার -একাব্বর হোসেন এমপি

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি বলেছেন, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসতে সরকার একের পর এক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বয়স্ক ও বিধবাভাতা, প্রতিবন্ধী স্বামী পরিত্যক্তা ভাতাসহ নানা প্রকার ভাতা বৃদ্ধির মাধ্যমে তাদের আর্তসামাজিক উন্নয়ন ঘটিয়ে যাচ্ছে। গতকাল সকালে মির্জাপুর পৌরসভা কার্যালয়ে দরিদ্র ও অসহায়দের মধ্যে বিনামূল্যে ঢেউটিন ও গৃহনির্মাণের জন্য চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর থানা ওসি এ কে এম মিজানুল হক, উপজেলা প্রকল্পা বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী আবুল হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীন আলম প্রমুখ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা ১০৮টি গরিব ও অসহায় পরিবারের মাঝে এক ভান্ডেল করে ঢেউটিন ও নগদ তিন হাজার করে টাকার চেক বিতরণ করা হয়। এ ছাড়া বজ্রপাতে নিহত এক পরিবারের মধ্যে সদস্যকে নগদ বিশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরকার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ