পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই এবার মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছে সরকার। গতকাল (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকেই মোবাইল ইন্টারনেটের ফোরজি ও থ্রিজি সেবা বিঘিত হওয়ার অভিযোগ করেন গ্রাহকরা। পরবর্তীতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) পক্ষ থেকে জানানো হয় সরকারের নির্দেশনা পেয়েই তারা মোবাইল ইন্টারনেটের ফোরজি ও থ্রিজি সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। আগামী ২৪ ঘণ্টা এই সেবা বন্ধ থাকবে বলে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জানিয়েছে। বিটিআরসি’র পক্ষ থেকে জানানো হয়, অনেক সময় সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে বিটিআরসির সংশ্লিষ্ট বিভাগকে অনেক নির্দেশনা বাস্তবায়ন করতে হয়। কিছু জায়গায় নেটওয়ার্কের কারণে মোবাইল ইন্টারনেট পেতে সমস্যা হতে পারে, সেটা পুরোপুরি বন্ধের মতো না। অবশ্য মোবাইল ফোন অপারেটররা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে মোবাইল ইন্টারনেট সেবার সঙ্গে যুক্ত একাধিক সূত্র থেকে ফোরজি ও থ্রিজি সেবা বন্ধের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের আন্দোলন সামাল দিতে ফোরজি ও থ্রিজি ইন্টারনেট সেবা বন্ধের সুপারিশ করা হয়। পুলিশের মতে, শিক্ষার্থীরা ফেসবুক ব্যবহার করে আন্দোলনের প্রচার চালাচ্ছে। ফোরজি হচ্ছে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তি। এর আগের প্রজন্মের প্রযুক্তি থ্রিজি ও টুজি। টুজিতে ইন্টারনেটে ডেটা প্রবাহের গতি কম থাকে।###
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।