Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা দেশে ইন্টারনেটের ফোরজি ও থ্রিজি সেবা বন্ধে সামাজিক মাধ্যমে যে প্রতিক্রিয়া

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২১, ১১:৩১ পিএম

সারা দেশে আজ ভোর থেকে মোবাইল ফোনে টানা কয়েক ঘণ্টা দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানান ব্যবহারকারীরা। দ্রুতগতির ইন্টারনেট পুনরায় চালু হওয়ার পর ফেসবুকে এনিয়ে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

এরআগে আজ সকাল থেকেই দেশের বিভিন্ন জেলার মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীরা থ্রিজি ও ফোরজি সেবা না পাওয়ার কথা জানান। মোবাইল নেটওয়ার্কের সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সূত্র জানায়, আজ শুক্রবার ভোর পাঁচটা থেকে মুঠোফোনে দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ ছিল।

শুক্রবার (১৫ অক্টোবর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানায়, কারিগরি ত্রুটির কারণে দেশের সব মোবাইল অপারেটরের ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।

ফেসবুকে মোঃ মাসুদ হাওলাদার লিখেছেন, ‘‘সরকার ভালো করে ই জানে শুক্রবার নামাজের পরে আন্দোলন হবে এবং কারো সাথে কেউ যেন যোগাযোগ না করতে পারে এজন্য মোবাইল ডাটা বন্ধ করে দিয়েছে আমাদের নিশি রাতের সরকার।’’

কাওছার আলী লিখেছেন, ‘‘মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে...!বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাধারণ মুসল্লিদের উপর .. ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি !!’’

মোঃ মেহেরাজ আল মমিনের মন্তব্য, ‘‘এই দেশে থ্রি-জি বা ফোর-জি নামে কিছু আছে বলে অন্তত আমার মনে হয় না। কারণ এই ধরনের থ্রি-জি বা ফোর-জি থাকার চেয়ে না থাকা শ্রেয়। ১১০ টা দেশের নেটওয়ার্কের ব্যান্ডউইথ টেস্টে ১১০ নাম্বারে যাদের অবস্থান তাদের কি আর বলার।’’

দিদার লিখেছেন, ‘‘সারা বাংলাদেশে আমরাও সবাই মিলে একদিন সকল ধরনের মোবাইল সিম ব্যবহার করা বন্ধ দেই।। আমরা কারো দাস না যে ইচ্ছে হলে সেবা দিবে না হলে দিবে না। নিজেদের টকায় সব করার পরেও সেবা দিতে তাদের.......... ফেটে যায়।’’

সালমা আলম লিখেছেন, ‘‘এসব কিছু বন্ধ রাখা দরকার। তিনি উপর থেকে সবই দেখছেন। পবিত্র কুরআনের হিফাজতকারী স্বয়ং তিনি নিজেই এবং তিনিই সর্বোচ্চ প্রতিশোধ গ্রহণকারী, সরকার ধরতে না পারলেও তিনি ঠিকই নিয়ে নিবেন,দিবেন এর উত্তম জবাব। শুধু ধৈর্য ধরে দেখুন কি হয়। আল্লাহর উপর ছেড়ে দিন সব।’’

হোসাইন মনির লিখেছেন, ‘‘সরকার এটা ভালো উদ্যোগ নিয়েছেন, এইভাবে প্রতি ঈদ বা পূজোর সময় যেন প্রতিটি মোবাইল ইমার্জেন্সি মোডে থাকে।
তা-না হলে পোলাপাইন শুধু পাব্জি আর ফ্রি-ফায়ার খেলে সময় নষ্ট করে দেয়।’’

প্রবির দত্ত মনে করেন, ‘‘ইন্টারনেট এর অপব্যবহার করে গুজব রটিয়ে তিল কে তাল করে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে ইন্টারনেট বন্ধ করে দেওয়া উচিৎ।’’



 

Show all comments
  • Md Ataur Rahman ১৬ অক্টোবর, ২০২১, ৫:২৪ এএম says : 0
    Thank,s
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ