Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় ইন্টারপোলের ৪ ভুয়া সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

রাজধানীর পুরান ঢাকার আজিমপুর থেকে ইন্টারপোলের সদস্য পরিচয়দানকারী চার প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলÑ বোরহান ইবনে রুহুল ওরফে সুমন (৩৫), খসরুজ্জামান (৪৮), আরজু আহমেদ (৪৮) ও জিহাদ সরদার (৪২)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১০ এর একটি দল তাদের গ্রেফতার করে।
র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জাহিদ আহসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আজিমপুর এলাকায় একটি প্রাইভেটকার থামতে বললে গড়িটি থেকে চার ব্যক্তি নেমে নিজেদের ইন্টারপোলের সদস্য হিসেবে পরিচয় দেয়। পরে তাদের পরিচয়পত্র দেখাতে বললে কাগজপত্র না দেখিয়ে র‌্যাব কর্মকর্তাদের সঙ্গে দুর্বব্যবহার করে। তখন তাদেরকে আটক করে র‌্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। অভিযানকালে তাদের বহনকারী গাড়িটি তল্লাশী করে ২টি ওয়াকিটকি সেট, ২টি খেলনা পিস্তল, ২টি ইন্টারপোলের লোগো সংযুক্ত সিলভার প্লেট, ৫টি ক্রেডিট কার্ড, ইন্টারপোল পুলিশের ১টি ভিজিটিং কার্ড, সেনাবাহিনীর পোশাক ও ক্যাপ পরিহিত ১৭টি ছবি, ১টি ওমানের নাগরিকত্ব কার্ড, ইন্টারপোল কাতার শাখার মেজরের পোষাকসহ ১টি আইডি কার্ড, এসবির আইডি কার্ড ও নগদ ৮৮ হাজার টাকা উদ্ধারসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ