প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ইউটিউব থেকে পরপর তিনবারকোটি ভিউয়ার্স আগেই পেয়েছেন সঙ্গীতশিল্পী কণা। যার দুটি চলচ্চিত্রের গান (দিল দিল দিল ও ওহে শ্যাম), একটি মিউজিক ভিডিও (রেশমি চুড়ি)। অডিও গান কিংবা মিউজিক ভিডিওর দীর্ঘ ক্যারিয়ারে এবার দ্বিতীয়য়বারের মতো কোটি ভিউয়ের ক্লাবে ঢুকলেন তিনি। গানটির নাম ‘ইচ্ছেগুলো’। গত বছর এপ্রিলে সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়া এই গান-ভিডিওটি সম্প্রতি অতিক্রম করেছে কোটি ভিউয়ের ঘর। এতে কণা ছাড়াও কণ্ঠ দিয়েছেন ভারতের আকাশ সেন। শরীফ আলদীনের কথায় এটির সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। এর ভিডিও নির্মাণ করেছেন একে পরাগ। মডেল হয়েছেন মুম্বাইয়ের আজহার সাইনি ও বাংলাদেশের অভিনেত্রী তাসনুভা তিশা। মোশন রক এন্টারটেইনমেন্টের কারিগরি সহায়তায় নির্মিত গল্পনির্ভর ব্যয়বহুল এই ভিডিওতে দেখা গেছে কণ্ঠশিল্পী কণাকেও। গানটির ভিউ কোটি অতিক্রম করায় উচ্ছ¡সিত কণা। তার ভাষ্য, ‘অসম্ভব সুন্দর একটি গান। কৃতজ্ঞ নাজির ভাই আর মুশফিক ভাইর প্রতি। গানটির ভিডিওটাও অসম্ভব সুন্দর ছিল। গানটি অনেক দিন টিকে থাকবে। কোটি ভিউ অতিক্রম করার মধ্যদিয়ে সেটিই প্রমাণ হলো। সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু বললেন, ‘বরাবরই সংখ্যার চেয়ে মানের প্রতিযোগিতায় বিশ্বাস করি আমরা। গানটি অসম্ভব ভালো মনে হওয়ার কারণে এটির ভিডিও তৈরিতেও ছিলো আমাদের সর্বোচ্চ চেষ্টা। সেই চেষ্টার ফল দর্শক-শ্রোতারা আমাদের দিয়েছেন। এটাই বড় প্রাপ্তি। শুদ্ধ বাংলা গানের জয় হোক।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।