প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
একসঙ্গে একটি সিনেমার টাইটেল সং-এ কন্ঠ দিলেন দিলশাদ নাহার কণা ও বেলাল খান। কমল সরকার পরিচালিত ‘দুইজনে দুইজন’ সিনেমার টাইটেল সং ‘দুইজনে দুইজন’ গানে কন্ঠ দিয়েছেন কণা-বেলাল। গানটি লিখেছেন সিনেমারই পরিচালক কমল সরকার। গানটির সুর সঙ্গীত করেছেন এ রহমান বাবলু। মেলোডি ঘরানার গানটিতে কন্ঠ দেয়া প্রসঙ্গে কণা বলেন, ‘অনেক দিন পর বেলাল খানের সঙ্গে কোন সিনেমাতে গান গাইলাম। গানটি বেশ মেলোডিয়াস। গানের কথা এবং সুর সঙ্গীত আমার কাছে ভীষণ ভালো লেগেছে, গাইতেও ভীষণ ভালো লেগেছে। কিছু গান গাইতে গাইতে মনে গেঁথে যায়, এটা ঠিক তেমনি একটি গান হয়েছে। আমার কাছে মনে হচ্ছে, গানটি শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’ বেলাল খান বলেন, ‘নতুন বছরের শুরুটা চমৎকার একটি গান গাওয়ার মধ্যদিয়ে হয়েছে। কণা’র সঙ্গে প্লে-ব্যাক করেও ভালো লেগেছে। গানের কথা খুব সহজ সরল, কিন্তু চমৎকার। কিছু গানের কথা থাকে একবার শুনলেই মনে গেঁথে যায়, গানের কথা এমনই। সুর সাধারণ হলেও বারবার কানে বাজার মতো হয়েছে। দুজনেই খুব দরদ দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি। উল্লেখ্য, কণা ও বেলাল খান সর্বশেষ ‘সোনারচাঁন’ সিনেমায় একসঙ্গে প্লে-ব্যাক করেন। বেলাল খানের সুরে কণাার গাওয়া প্রথম গান ছিলো ‘কাগজের নাও’। এই গানের লিরিক্যাল ভিডিও প্রকাশিত হয়েছিলো সঙ্গীতা’র ইউটিউব চ্যানেলে। গানটি লিখেছেন সোমেশ^র অলি। সঙ্গীতায়োজন করেছিলেন এফ এ সুমন। এদিকে আগামী ২১ জানুয়ারি বেলাল খান রাজধানীতে একটি স্টেজ শো’তে পারফর্ম করবেন। কণা এরইমধ্যে কক্সবাজারে দুটি স্টেজ শো’তে পারফর্ম করেছেন। ইউটিউবে প্রকাশিত হয়েছে কণা ও ইমরানের কাভার সং ‘নিশীথে যাইও ফুলবনে’ গানটি। এদিকে বেলাল খানের গাওয়া জনপ্রিয় গান ‘পাগল তোর জন্যরে’ দোড় কোটি ভিউয়ার্স উপভোগ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।