প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টেজ শো নিয়েই ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন এই সময়ের শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী বিন্দুকণা। নিয়মিত মৌলিক গানও করে যাচ্ছেন তিনি। তবে তার ইচ্ছা ছিলো সিনেমার আইটেম সং’-এ কন্ঠ দেবার। অবশেষে তার সেই ইচ্ছে পূরণ হয়েছে কবির বকুলের লেখা ও ইবরার টিপুর সুর সঙ্গীতে একটি সিনেমার আইটেম সং’-এ প্রথমবারের মতো কন্ঠ দিয়ে। গত সপ্তাহে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। বিন্দু কণা বলেন, ‘আমার খুব ইচ্ছা ছিল কোনো একটি ভালো গল্পের প্রেক্ষাপট অনুযায়ী একটি সিনেমার আইটেম সং-এ কন্ঠ দেবার। অবশেষে আমার সেই স্বপ্ন পূরণ হলো। গানটির কথা ভালো লেগেছে। গানের সুর সঙ্গীতায়োজনও বেশ চমৎকার হয়েছে। বিন্দু কণা জানান, এর আগে অনেক সিনেমাতেই গান গাওয়ার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু সমন্বয় না হওয়ায় করা হয়ে উঠেনি। প্লে-ব্যাক’র প্রথম গান আইটেম সং হওয়ায় দারুণ উচ্ছসিত কণা। এদিকে ডিসেম্বরের মাসের পুরোটা সময়ই বিন্দু কণা স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকবেন। ১৮ ডিসেম্বর নওগাঁ, ১৯ ডিসেম্বর আরটিভি’ মিউজিক স্টেশন, ২১ ডিসেম্বর এনবিআর’র শো, ২২ ডিসেম্বর লাকসাম, ২৪ ডিসেম্বর চট্টগ্রাম, ২৫ ডিসেম্বর জামালপুর এবং বছরের শেষ দিনে জামালপুরে দুটি স্টেজ শো’তে অংশ নিবেন তিনি। বিন্দু জানান সাংবাদিক মোল্লা জালালের কথায় ও ইবরার টিপুর সুর সঙ্গীতে নতুন দুটি গানেও কন্ঠ দিয়েছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।