Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের কাছ থেকে আমাদের অনেকেরই অনেক কিছু শেখার আছে-

হানিফ সংকেত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে আন্দোলন করছে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সমর্থন করেছে সারা দেশের মানুষ। তাদের সমর্থন দিচ্ছেন তারকারাও। তারা সোচ্চার হয়েছেন আন্দোলনের শুরুর দিন থেকেই। রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপদ সড়কের দাবিতে টাচলছে ছাত্র বিক্ষোভ। তাদের আন্দোলন নিয়ে গত বৃহ¯পতিবার দুপুরে ‘উই ওয়ান্ট জাস্টিস’ শিরোনামে নিজের ফেসবুকে একটি লেখা পোস্ট করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও একুশে পদকপ্রাপ্ত হানিফ সংকেত। তিনি লিখেছেন, রাজপথে শিশু-কিশোরদের মুখে উচ্চারিত একটি আলোচিত ¯ে¬াগান, যা সবারই মনের কথা। এইসব নিয়মিত অনিয়ম, অসঙ্গতি, রাস্তার নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রায়ই আমি বিভিন্ন মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করেছি। কিন্তু দুভার্গ্যজনক হলেও সত্যি, এগুলো সবার মনের কথা হলেও আমাদের দেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবীর মুখের কথা হয়নি। এরা তাদের দলীয় স্বার্থে সুবিধা আদায়ের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে পত্রপত্রিকায় বিবৃতি দেন। টকশোতে কথার খই ফোটান। কিন্তু বৈরী আবহাওয়ার মধ্যেও কখনো বৃষ্টিতে ভিজে, কখনো প্রখর রোদে দাঁড়িয়ে আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীরা যখন জীবনের নিরাপত্তা, স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা আর ন্যায় বিচারের দাবিতে রাজপথে সোচ্চার-তখন এইসব তথাকথিত বুদ্ধিজীবী, দলীয় সাংবাদিকরা অজ্ঞাত কারণে নিশ্চুপ। এই শিক্ষার্থীদের কাছ থেকে আমাদের অনেকেরই অনেক কিছু শেখার আছে। ওদের প্রতিবাদ দেখে আনন্দে-আবেগে চোখ ভিজে গেছে। আর কোনো হতাশা নয়। ওরাই আমাদের সোনালী ভবিষ্যৎ। আমি নিশ্চিত ওদের হাতেই গড়ে উঠবে আগামী দিনের সুস্থ, সুন্দর, ব্যাধিমুক্ত বিশ্ব সেরা বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষার্থী

১০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ