বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের ফুলবাড়ীতে নিরাপদ সড়ক এর আন্দোলনের অংশ হিসেবে ট্রাফিক সিগন্যাল আইন বাস্তবায়নে ট্রাফিক এর ভূমিকায় রাস্তায় নেমেছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
তারা জানায় সারাদেশে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসুচির অংশ হিসেবে তারা এই ট্রাফিক পুলিশের কাজ করছেন।
পৌর শহরের ঢাকা মোড় শাপলা চত্বরে গিয়ে দেখা যায়, সকাল থেকেই ট্রাফিক সিগন্যাল এর ভূমিকায় স্কুল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরা, দিনাজপুর-ঢাকা মহাসড়ক দিয়ে চলাচলকারী যানবহন গুলোকে, ঢাকা মোড় শাপলা চত্বরে ট্রাফিক আইন মেনে চলার জন্য সিগন্যাল দেখাচ্ছেন। এসময় ট্রাফিক সিগন্যাল অমান্য করে চলা আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িকেও ট্রাফিক আইন মেনে চলতে বাধ্য করাতে দেখা যায়।
রাস্তায় দাড়িয়ে ট্রাফিক আইন দেখানো শিক্ষার্থীরা বলেন, সারাদেশে যত মানুষ মারা যাচ্ছে, তার ৫০ ভাগ ঘটছে সড়ক দুর্ঘটনায় । ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। এ কারণে তারা ট্রাফিক আইন মেনে চলার নিয়ম বাস্তবায়নের দাবীতে এই কাজ করছেন। সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বৃষ্টির পানিতে ভিজে শিক্ষার্থীরা একইসাথে আন্দোলন ও ট্রাফিক সিগন্যাল দেখিয়ে গাড়ি চালানোর কাজে সহযোগিতা করেন। এতে করে শিক্ষার্থীদের এই কাজে শহরের যানজটও অনেকাংশে কমে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।