Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দু’শতাধিক আইএস সদস্যের আত্মসমর্পণ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

আফগানিস্তান সরকারের কাছে ইসলামিক স্টেটের ২০০-এর বেশি যোদ্ধা আত্মসমর্পণ করেছে। আফগানিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তা ও তালেবানের আশা, দেশটির উত্তরাঞ্চল চরপন্থীদের হাত থেকে মুক্ত করতে এটি অনেক বড় পদক্ষেপ। তালেবানের সঙ্গে দুই দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে পরাজিত হওয়ার পর বুধবার আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় আইএসের এসব সদস্য। এ সংঘর্ষে আইএসের ৪০ সদস্য নিহত হয়। আফগানিস্তানে আইএসের অন্যতম কমান্ডার মুফতি নেমত মুঠোফোনে নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, তিনি ও তার ২০০-২৫০ জন যোদ্ধা আফগানিস্তান সরকারের কাছে আত্মসমর্পণ করেছেন। তারা খুবই বিপর্যস্ত। সংঘর্ষের কারণে দুই থেকে তিন রাত তারা ঘুমাতে পারেননি। নিউ ইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ