Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইমরানের শপথ অনুষ্ঠানে থাকছেন তারা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের শপথ অনুষ্ঠানে বেশ কয়েকজন ভারতীয় তারকাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদের মধ্যে আছেন বলিউড তারকা আমীর খান, সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার, ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক সুনীল গাভাস্কার এবং সাবেক ক্রিকেটার ও বর্তমান প্রাদেশিক মন্ত্রী নভজোত সিং সিধু। আগামী ১১ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে ইমরান খানের। এরইমধ্যে ইমরানের দাওয়াত গ্রহণ করেছেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া সিধুু। ইমরানকে তিনি উপন্যাসের চরিত্র হিসেবে উল্লেখ করে বলেছেনে, ‘এটা অনেক বড় সম্মান এবং আমি এই আমন্ত্রণ গ্রহণ করেছি। প্রতিভাধর মানুষ প্রশংসিত হন, ক্ষমতাধর মানুষকে সবাই ভয় পায় আর নৈতিক চরিত্রকে সবাই বিশ্বাস করে। খান সাহেব নৈতিক চরিত্র। তাকে বিশ্বাস করা যায়।’ পাকিস্তান ভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ সার্কভুক্ত দেশের বেশ কয়েকজন নেতাকে আমন্ত্রণ জানানো হতে পাতে পারে। গত ২৫ জুলাইয়ের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন না পাওয়ায় তাদের অন্যের সঙ্গে জোট গঠন করতে হচ্ছে। জানা গেছে, ইমরান বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে এরইমধ্যে আলোচনা করছেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ