Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসাম ইস্যুতে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই -শ্রিংলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৮, ১:২৯ পিএম
আসাম ইস্যুতে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেও উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে বের হওয়ার সময় সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
 
 
গত সোমবার ভারতের আসাম রাজ্য সরকার যে জাতীয় নাগরিক পঞ্জি প্রকাশ করেছে, তাতে প্রায় ৪১ লাখ লোকের নাম বাদ পড়েছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দাবি, যাদের নাম বাদ পড়েছে তারা ‘অবৈধ বাংলাদেশি অভিবাসী’।
 
বিষয়টি নিয়ে সাংবাদিকরা ভারতীয় হাইকমিশনারকে প্রশ্ন করলে তিনি বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই।
 
তিনি আরো বলেন, যে তালিকা প্রকাশ করা হয়েছে তা চূড়ান্ত নয়। বরং যাদের নাম বাদ পড়েছে, তারা আপিল করতে পারবেন। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।
 
আসামের বিষয়টি মিয়ানমারের রোহিঙ্গা সমস্যার মতো কোনো সংকট তৈরি করবে না বলেও উল্লেখ করেন শ্রিংলা।
 
ভারতে আগামীতে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে, ওই সেমিনারের জন্য বাংলাদেশি মন্ত্রীকে দাওয়াত দিতেই তিনি তার কার্যালয়ে এসেছিলেন বলে জানান ভারতীয় হাইকমিশনার।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসাম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ