বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টেকনাফ বিজিবি ১ কোটি ৪৯ লক্ষ ১৯ হাজার ৫০০ টাকা টাকা মুল্যের ইয়াবা ও মাইক্রোবাসসহ চালককে আটক করেছে বলে জানা গেছে। ইয়াবাসহ আটক গাড়ি চালক টেকনাফ পৌর এলাকা পুরান পল্লানপাড়া ফয়েজ আহমদের পুত্র মোহাম্মদ আলী (৩২) বলে জানাগেছে।
মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ৪৩ হাজার ১৭ ইয়াবা ট্যাবলেট ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। আটককৃত মাইক্রোবাসটি টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে।
টেকনাফ-২ বিজিবি’র পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী ১ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে প্রেস ব্রিফিংয়ে জানান ‘বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, মেরিন ড্রাইভ রাস্তা দিয়ে মাইক্রোবাস যোগে ইয়াবার একটি বড় চালান টেকনাফ হতে কক্সবাজার পাচার হতে পারে।
২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শীলখালী চেকপোষ্টে কর্মরত হাবিলদার মোঃ বাচ্চু মৃধার নেতৃত্বে একটি টহল দল ১ আগস্ট ১২টায় বর্ণিত চেকপোষ্টে যানবাহন তল্লাশীর কাজে নিয়োজিত হয়। দুপুর১২.৩০ ঘটিকায় টেকনাফ হতে একটি মাইক্রোবাস (চট্টমেট্রো-১১-৩২০১) চেকপোষ্টে আসলে কর্তব্যরত টহল দল সিগন্যাল দিয়ে থামায়। পরবর্তীতে উক্ত মাইক্রোবাসটি তল্লাশীকালীন মাইক্রোবাসের চালকের সীটের নীচে এবং যাত্রীদের সীটের নীচে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় ইয়াবা ভর্তি ২১৬টি নীল রংয়ের প্যাকেট পাওয়া যায়।
ইয়াবা ভর্তি প্যাকেটগুলো খুলে গণনা করে ১ কোটি ২৯ লক্ষ ১৯ হাজার ৫০০ টাকা মূল্যমানের ৪৩ হাজার ৬৫ পিছ ইয়াবা ট্যাবলেট জব্ধ করা হয়। ২০ লক্ষ টাকা মূল্যমানের ১টি মাইক্রোবাসসহ চালককে আটক করতে সক্ষম হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।