Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থ্রি-ডি প্রিন্টারে বন্দুক তৈরিতে নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

ভোক্তাদের জন্য থ্রি-ডি আগ্নেয়াস্ত্র তৈরির সফটওয়্যার অবমুক্তকরণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের আদালত। বন্দুকের পক্ষে প্রচার চালানো সংগঠন ডিফেন্স ডিস্ট্রিবিউটেড বুধবার ডাউনলোড করার উপযোগী বন্দুকের নকশা ইন্টারনেটে অবমুক্ত করার সিদ্ধান্ত নেয়। তবে সিয়াটলের আদালতে একজন কেন্দ্রীয় বিচারকের দেওয়া নিষেধাজ্ঞার নির্দেশনার কারণে তাদের উদ্যোগ এখনই কার্যকর হচ্ছে না। বৈধভাবে নকশাটি প্রকাশ করার জন্য ডিফেন্স ডিস্ট্রিবিউটেড নামের প্রতিষ্ঠানটি গত জুন মাসে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতায় পৌঁছায়। তবে এরপরই যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য ও ড্রিক্সিক্ট অব কলম্বিয়ার পক্ষ থেকে সরকারের কাছে এই সফটওয়্যারটির অবমুক্তকরণ বন্ধের করার আবেদন করা হয়। আবেদনের যুক্তিতে বলা হয়, অচিহ্নিত বন্দুক নিরাপত্তার জন্য হুমকি। যুক্তরাষ্ট্রের জেলা জজ রবার্ট লাসনিক এর কয়েক ঘণ্টা পরই ওই সফটওয়্যার মুক্তির উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। ডিফেন্স ডিস্ট্রিবিউটেড বুধবার এই নকশা উন্মুক্ত করার ঘোষণা দিলেও শুক্রবার থেকেই এক হাজারের বেশি মার্কিনি এআর-ফিফটিন রাইফেল তৈরির নকশাটি ডাউনলোড করেছেন। ড্উানলোডকৃত নকশা থ্রিডি প্রিন্টারে প্রিন্ট করলেই তা বন্দুকে রূপান্তরিত হবে। এর বিরুদ্ধে নিষেদাজ্ঞা আরোপ করতে গিয়ে আদালত নির্দেশনা দিতে গিয়ে আদালত আশঙ্কা প্রকাশ করেন, এই নকশা খারাপ মানুষের হাত পড়তে পারে। তিনি বলেন, ‘বিভিন্ন পাবলিক কলেজ ও উন্মুক্তভাবে থ্রিডি প্রিন্টার রয়েছে। তাই এর মাধ্যমে আমাদের অপূরণীয় ক্ষতির সমূহ আশঙ্কা রয়েছে। উইলসন নিজের বিজয়কে ডাউনলোড করার মতো বন্দুকের যুগের সূচনা বলে অভিহিত করেন। তবে সমালোচকরা এর মাধ্যমে তথাকথিত গুলির ঘটনা অনেক বেড়ে যেতে পারে বলে উদ্বিগ্নতা দেখিয়েছেন। আর অনিবন্ধিত এসব বন্দুকের ব্যাপারে সরকার অসচেতন থাকবে আর তা চিহ্নিতও করতে পারবে না। আইনি প্রক্রিয়া চলার মধ্যেই ডিফেন্স ডিস্ট্রিবিউটেড নতুন ডিজাইনের বন্দুকের বিষয়টি নিয়ে কাজ শুরু করে। তারা ‘ঘোস্ট গানার’ নামে একটি ছোট যন্ত্র তৈরি করেছেন। এর মাধ্যমে ডাউনলোড করা অস্ত্রকে পুরোপুরি কার্যকর অস্ত্রে পরিণত করা সম্ভব। এরপরই এই অস্ত্র ঠেকাতে বিভিন্ন ধরনের আইনি পদক্ষেপের সূচনা হয়। সিএনএন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিষেধাজ্ঞা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ