Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও হ্যাকারের কবলে সালমার ফেসবুক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৮, ১২:০৫ এএম

আবারও হ্যাকিংয়ের কবলে পড়েছে কণ্ঠশিল্পী সালমার ফেসবুক আইডি। কোনোভাবেই সেটি উদ্ধার করতে পারছেন না তিনি। গত বছর ফেব্রæয়ারিতে সালমার প্রথম ফেসবুক আইডি হ্যাকড হয়। এরপর নতুন একটি আইডি খুলে তিনি সামাজিক মাধ্যমে সরব ছিলেন। সালমা জানান, আমার আইডি যে হ্যাকড হয়েছে প্রথমে বুঝতে পারিনি। ভেবেছি হয়তো কোনো সমস্যা। কিন্তু পরে জানতে পারি যে আমার ফেসবুক আইডিটি হ্যাকড হয়েছে। কেউ সেটি হ্যাকড করেছে। সালমা বলেন, উদ্দেশ্য প্রণোদিত হয়েই কেউ আমার এই ক্ষতিটা করেছে। আইডিটি বন্ধ করে দেয়ার ব্যবস্থা নেব। এদিকে সালমা আরো একটি নতুন আইডি খুলেছেন। আগামী ঈদকে সামনে রেখে বেশ কিছু গানে কন্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান এই তারকা । এছাড়া নতুন মিউজিক ভিডিও প্রকাশ করবে সালমার অফিসিয়াল ইউটিউবে চ্যানেলে। গানের নাম আউলা প্রেম। গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম ও সঙ্গীত পরিচালনা করেছেণ জে কে মজলিশ। গানটি বিগবাজেটের মিউজিক ভিডিওটি প্রকাশ করবেন সালমা। গতবছর সালমা সর্বশেষ সলো ইপি অ্যালবাম প্রকাশ করেছে জিসান মাল্টিমিউয়া থেকে। অ্যালবামটির নাম মন মাঝি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেসবুক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ