বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর গ্রামের স্বপন নামের এক ব্যক্তিকে মোবাইল ফোনে ডেকে নেয়ার তিন দিন পর ওই গ্রামের খাল থেকে গতকাল সোমবার সকালে তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, সুন্দলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আসলাম মিয়াজী তাঁর বাড়ীর স্বপন মিয়াজী (৪০)-এর অর্ধগলিত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল বেলা ১১ টায় সুন্দলপুর-গয়েশপুর সংযোগ খালের কচুরীপানা ভিতর থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত স্বপন সুন্দলপুর গ্রামের সিদ্দিক মিয়াজীর ছেলে।
এদিকে স্বপনের স্ত্রী রাহিমা আক্তার, নিখোঁজের দুদিন পর গত রোববার রাতে দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।