বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর বিপুল পরিমান ইয়াবাসহ রিমা ঘোষ নামে এক নারী যাত্রীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আমর্ড পুলিশ (এএপি)। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল বেলা পৌনে ১১টার দিকে ওই নারীকে গ্রেফতার করা হয়।
এএপি’র সিনিয়র এএসপি তারিক আহমেদ সাদিক বলেন, সকালে নভো এয়ারের একটি ফ্লাইটে (ভিকিউ-৯৩২) করে কক্সবাজার থেকে ঢাকায় আসে ওই নারী। তার সঙ্গে ৮ মাস বয়সী একটি সন্তান ছিল। পরে তার আচরণ ও চলনে সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তার কথাবার্তায় অসংলগ্নতা পাওয় যায়। পরে তল্লাশি চালিয়ে তার শরীরে বাঁধা অবস্থায় এবং সঙ্গে থাকা বার্মিজ আচারের প্যাকেট থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার রিমার বাড়ি চট্টগ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানায়, কক্সবাজারের জনৈক ইমরান তাকে ইয়াবাগুলো দিয়েছে। ঢাকায় ইমরানের স্ত্রী ইয়াবাগুলো নেওয়ার কথা ছিল। কক্সবাজার-ঢাকা সড়কপথে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকায় তিনি বিমানে করে ইয়াবা বহন করেছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।