Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরের ঐতিহ্যবাহী কাকলি সিনেমা হল ভেঙে ফেলা হয়েছে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

শেরপুরের ঐতিহ্যবাহী কাকলি সিনেমা হল ভেঙে ফেলা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বর্তমানে আধুনিক সিনেমা হল ও মার্কেটের চাহিদা থাকায় কো¤পানির পরিচালক ও শেয়ার হোল্ডাররা ঐতিহ্যবাহী কাকলি সিনেমা হল, মার্কেট ও গেস্ট হাউজ ভেঙে কাকলি কমপ্লেক্স নামে একটি অত্যাধুনিক মার্কেট, সিনেপ্লেক্স ও আবাসিক হোটেল নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। গত মাসের মাঝামাঝি সময় হতে কাকলি সিনেমা হল ভাঙার কাজ শুরু হয়েছে। জানা গেছে, শহীদ বুলবুল সড়কে অবস্থিত সিনেমা হলটি আবার নতুন করে অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তিস¤পন্ন কাকলি সিনেপ্লেক্স নির্মাণ হতে সময় লাগবে প্রায় সাড়ে তিন বছর। আর এমনটি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ১৯৬৯ সালে তৎকালীন মুসলিম ব্যবসায়ীদের মধ্যে অগ্রগণ্য নিজাম উদ্দিন আহাম্মদ ও তার দুই ভাই মো. হযরত আলী, মো. আব্দুল্লাহ আবু ফারুক এবং শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী মঙ্গল চন্দ্র সাহার পক্ষে তার স্ত্রী রমা রাণী সাহাকে অংশীদার করে কাকলি সিনেমা হল প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে কাকলি মার্কেট ও কাকলি গেস্ট হাউজ প্রতিষ্ঠিত হয়। ১৯৬৯ সালে মান্নান ও সুচন্দা অভিনীত পরশমনি সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় এবং ২০১৮ সালের জুলাই মাসে হল ভাঙার সময় শেষ সিনেমা হিসাবে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত ‘পোড়ামন-২ প্রদর্শিত হয়। কাকলি কো¤পানি প্রা: লিমিটেডের পরিচালক হাসান মোহাম্মদ কিবরিয়া বলেন, সময়ের প্রয়োজনেই পুরাতন সিনেমা হল, মার্কেট, গেস্টহাউজ ভেঙে কাকলি কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সে লক্ষে কাজ এগিয়ে চলছে। এ কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হতে প্রায় সাড়ে তিন বছর লেগে যাবে। তিনি আরও বলেন, অত্যাধুনিক এ কমপ্লেক্সের প্রথম তিন তালায় থাকবে মার্কেট, চতুর্থ তালায় থাকবে শিশুদের বিনোদন কেন্দ্র তথা শিশু পার্ক, পঞ্চম তালায় থাকবে সিনেপ্লেক্স ও ফুড কোর্ট যা কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত থাকবে। ষষ্ঠ ও সপ্তম তালায় থাকবে আবাসিক হোটেল ও সেমিনার হল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ