Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌকার পক্ষে গণসংযোগ

লক্ষীপুর থেকে মো. কাউছার | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

লক্ষীপুর-৪ রামগতি ও কমলনগর আসনের এমপি আবদুল্যা আল মামুন রোববার দিনব্যাপী নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। পরে বিভিন্ন স্থানে পথসভা শেষে সন্ধ্যায় কমলনগর উপজেলা আ.লীগ আয়োজিত হাজিরহাটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি নির্বাচিত হওয়ার পর রামগতি ও কমলনগর উপজেলা আ.লীগসহ সকল অঙ্গসংগঠনকে অনেক সুশৃংঙ্খলভাবে তৈরি করেছি। অতীতের চেয়ে বর্তমানে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ অনেক শক্তিশালী ও সুসংগঠিত। নির্বাচনকে সামনে রেখে বহিরাগত দল বদলকারী সুবিদাবাদীরা বিভিন্ন লোভ দেখিয়ে আমাদের দলে ফাটল ধরানোর চেষ্টা করবে। তিনি নেতাকর্মীদেরকে সেদিকে খেয়াল না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। কমলনগর উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমলনগর উপজেলা যুবলীগের সভাপতি মেজবা উদ্দিন বাপ্পী, সেচ্ছাসেবক লীগ নেতা মো. সোহেল, কমলনগর উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ উল্যা প্রমুখ। এ সময় কমলনগর উপজেলা ও ইউনিয়ন আ.লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌকা

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ