Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবদুল মতিন শ্রেষ্ঠ প্রিন্সিপাল নির্বাচিত

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

কুমিল্লার ইসলামিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মোহাম্মদ আবদুল মতিন শ্রেষ্ঠ প্রিন্সিপাল নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে গতকাল কুমিল্লা টাউনহল মিলনায়তনে সদর আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের সম্মাননা তুলে দেন। এ ছাড়াও উপজেলা পর্যায়ে কুমিল্লা সদরে ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসাও শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান এবং একই শিক্ষাপ্রতিষ্ঠানের হেড মোহাদ্দিস কাজী মো. আবদুর রাজ্জাক শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষকের সম্মাননা লাভ করেন।
প্রিন্সিপাল মোহাম্মদ আবদুল মতিন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কুমিল্লা জেলার সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। তিনি ২০১০ সাল থেকে প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণের পর জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় মাদরাসার সাফল্য বয়ে এনেছেন। পরীক্ষার ফলেও মাদরাসার সাফল্য অব্যাহত রয়েছে। শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রিন্সিপাল ও শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হওয়ায় মাদরাসার গভর্নিং বডির সদস্য, সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, ছাত্রছাত্রী এবং জমিয়াতুল মোদার্রেছীনের জেলা নেতৃবৃন্দ মুবারকবাদ জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচিত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ