Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বিক্ষোভে উত্তাল রাশিয়া

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

রাশিয়ায় অবসরের বয়সসীমা বৃদ্ধি পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। সরকারের নেয়া নতুন এ পরিকল্পনার প্রতিবাদে ফুঁসে উঠেছে রাশিয়ার বেশ কয়েকটি শহর। খবরে বলা হয়েছে, রাশিয়া সরকার সমপ্রতি সে দেশের পুরুষের অবসর বয়সসীমা ৬০ থেকে ৬৫ এবং নারীদের ক্ষেত্রে ৫৫ থেকে ৬৩ বছরে বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করেছে। এর প্রতিবাদে রাশিয়ার কমিউনিস্ট পার্টি সমগ্র দেশে বিক্ষোভের আহŸান জানায়। শনিবার রাজধানী মস্কোতে কমিউনিস্ট পার্টি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে যোগ দেন দশ হাজারেরও অধিক বিক্ষোভকারী। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গসহ বেশকিছু শহরেও হাজার হাজার মানুষ এ পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।
বিক্ষোভকারীদের দাবি, অবসরের বয়সসীমা বৃদ্ধি করলে তাদের চাকরি উত্তর পেনশন পেতে আরো অপেক্ষা করতে হবে। ¯েøাগানে ¯েøাগানে তারা বলেন, আমরা শুধু কাজ করতে করতে মারা যেতে চাই না। কমিউনিস্ট পার্টির নেতা গেনাদি জিউগানভ বলেন, সরকারের এ পরিকল্পনা বাস্তবায়িত হলে তা সাধারণ মানুষের জন্য এক ভয়াবহ আঘাত হবে। অজনপ্রিয় আইন পাসের জন্য তিনি রাশিয়ার বর্তমান প্রেসিডেন্টের দল ইউনাইটেড রাশিয়া পার্টির সমালোচনা করেন। রাশিয়ার বিভিন্ন সংগঠন ও অধিকারকর্মীরা এ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য অনুযায়ী রাশিয়ার পুরুষদের গড় আয়ু ৬৬ বছর। তাই এ পরিকল্পনা বাস্তবায়িত হলে অনেকেই পেনশন না পেয়েই মারা যাবেন। আন্দোলনকারীরা এ পরিকল্পনা পার্লামেন্টে উত্থানের পূর্বে পুনরায় বিবেচনার দাবি তুলেছেন। কয়েক বছর ধরে রাশিয়ার অর্থনীতির অবস্থা বেশ শোচনীয়। ক্রিমিয়া অন্তর্ভুক্তি ও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকায় এর পেছনে দায়ী বলে মনে করা হয়। অর্থনীতি চাঙ্গা করতে তাই নানা পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। তারই অংশ হিসেবে অবসর বয়সসীমা বৃদ্ধির এ পরিকল্পনা গ্রহণ করা হয়। - আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ